নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউসার ইকবাল

সাংবাদিক ও লেখক

কাউসার ইকবাল

সাংবাদিক ও লেখক

কাউসার ইকবাল › বিস্তারিত পোস্টঃ

বিবেকহীন মাত্রই অমানুষ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

বিবেকহীন মাত্রই অমানুষ

কাউসার ইকবাল

মানুষকে স্রষ্টা সৃষ্টি করেছেন বিবেক দিয়ে। যাদের বিবেকের ঘাটতি রয়েছে, কিংবা যারা বিবেককে স্বার্থের বেড়াজালে আবদ্ধ করে রেখে বিবেকহীনের মতো কাজ করে, তাদের সঙ্গে অমানুষ বা পশুদের আকারগত পার্থক্য ছাড়া অন্য কোন পার্থক্য থাকে না। অর্থাৎ, বিবেকহীন ব্যক্তি মানেই অমানুষ বা পশুর কাতারভুক্ত প্রাণী।
স্বার্থগত কারণে মানুষ কতোটা বিবেকশূন্য হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের রাজনীতিবিদরা এবং রাজনীতিবিদদের পক্ষাবলম্বনকারী বিভিন্ন পেশার লোকেরা। কারণ, অন্যায় করা ও অন্যায়ের পক্ষে থাকাই তাদের চিরাচরিত ধর্ম হয়ে পড়েছে। ন্যায় ও বিবেকসম্মতভাবে যথার্থ কাজ যথাসময়ে করার প্রবণতা আমাদের দেশের রাজনীতিবিদদের নেই। যে কারণে দেশের সাধারণ মানুষকে প্রায়ই রক্ত দিয়ে বা পঙ্গুত্ব বরণ করে বা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়ে রাজনৈতিক ব্যক্তিদের উচ্চাভিলাস পূরণে মূল্য দিয়ে যেতে হয়। আর যারা রাজনৈতিক স্বার্থ হাসিলে দেশের সাধারণ মানুষকে ক্ষতির মুখে ফেলে বারংবার, তারাই মুখে জনগণের কল্যাণে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করে যেতে থাকেন। কী নিষ্ঠুর পরিহাস দেশের মানুষের সঙ্গে! এতে রাজনীতিবিদদের ধূর্ততা প্রকাশ পেলেও তারা বিবেকসম্পন্ন ব্যক্তিত্বÑ এমনটা বলার সুযোগ নেই কোনভাবেই। বিবেকসম্পন্ন ব্যক্তিত্ব কেবল তাদেরই বলা যায়Ñ যারা ধূর্ততা নয়, আন্তরিকভাবে মানুষের কল্যাণে কাজ করে এবং তাদের কাজের দ্বারা কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে এমন তৎপরতায় লিপ্ত হতে সচেষ্ট হবে না বা এমন তৎপরতা চলার ক্ষেত্র তৈরিতেও তারা কখনোই সুযোগ দেবে না কাউকে। সেই আন্তরিকতা বা সচেতনতা কি আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে দেখা যায়? মোটেই না। আমাদের দেশের রাজনীতিবিদেরা বরং কে কতো বেশি ধূর্ততার পরিচয় দেবে এবং নিজেকে কতোবড় বিবেকহীন হিসেবে প্রতিষ্ঠা করবে, সেই চেষ্টাতেই নিয়োজিত।
অতএব, সহজকথায় যে বিষয়টি আমাদের দেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত তা হচ্ছে, এদেশে মনুষ্যত্ববাদী রাজনীতি নেই; চলছে পশুত্ববাদী রাজনীতি। বিবেকহীনদের স্বার্থের শৃঙ্খলে অমানুষদের দাপটে বন্দি দেশের সাধারণ মানুষের ভাগ্য। তাই আগুনে পোড়া, বিকলাঙ্গ হওয়া, অকালে মৃত্যুবরণ করা এবং পরিবারের লোকদের অসহায় করে পৃথিবী থেকে বিদায় নেয়া এদেশের অনেকের নিয়তি হয়ে গেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো বলেছেন।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

নিলু বলেছেন: চালিয়ে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.