![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুকাল আগে থেকেই লেখালেখি করার ইচ্ছা। ইচ্ছাটা নিভু নিভু, কখনো চারপাশের আগুনে জ্বলে উঠে আর কখনো শিতে নিভে যায় দুপ করে। এ সময় শীত তাই মাংকি মাক্স পরে নেমে পড়েছি লিখতে। ঘড়াডুম, বগাডুম যাই কিছু লিখে নিজেকে সান্তনা দেওয়া এই আর কি। আমি লেখক নই, পারিপাশ্বিক পরিবেশের সাথে না মেলা একজন মানুষ। যে হাসে, কিন্তু হাসার মজাটা পায় প্রতিটি শব্দে। নামটা ছন্ম। বহুনাম দিয়ে ট্রাই করার পর শেষে এটা দিয়ে ব্লগের ভেতরকার চাবি পাওয়া । সাত রাজার ধন এবার ছন্দ নামের খুজে বেড়ানোর চেষ্টা করা। সবাই ভালো থাকুন। পৃথিবীকে ভালো রাখুন, কাটা বুকের ভেতর চেপে গোলাপ ছড়িয়ে দিন চারদিকে। শুভ কামনা ।
২| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৩
আহমেদ জী এস বলেছেন: পূনেন্দু পাহাড়ি,
ব্লগের উঠোনে আপনাকে স্বাগতম।
পাহাড়ের মতো অটল থাকুন নিজ কর্মে। পূর্ণতায় ভরে উঠুক আপনার লেখালিখির ইচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ব্লগ বাড়িতে আপনাকে সুস্বাগতম
অতি ছোট আকারে খুব সুন্দর ভাবে মনের কথা তুলে ধরেছেন । আসলেই সুন্দর, তবে শব্দের ব্যবহরের প্রতি আরেকটু মনোযোগী হতে হবে। বাক্যের সৌন্দৰ্যতা বর্ধনে যদি অশ্লীল শব্দ না নেয়া সম্ভব হয়, তবে তো সেটাই উত্তম । আর হ্যা, ফেসবুকীয় সংক্ষিপ্ত আকারে লেখা প্রকাশ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখবেন ।
আপনার কবিতা কিন্তু অনেক সুন্দর হয়। আপনি চাইলে অতি দ্রুত প্রথম পাতায় সুযোগ পেতে পারেন। এজন্য আপনাকে সুন্দর শৈল্পিক লেখা প্রকাশের পাশাপাশি অন্যের লেখায় গঠনমূলক মন্তব্য চালিয়ে যেতে হবে ।
শুভকামনা থাকলো সবসময়ের জন্য ।