নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক মানুষের, মানবতার আর দরিদ্র শিশুটির যে জন্মে দেখছে লোভ আর লালসার পৃথিবী।

পূনেন্দু পাহাড়ি

পূনেন্দু পাহাড়ি › বিস্তারিত পোস্টঃ

ছায়া

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১১

আমি হয়তো মৃত্যুর কাছাকাছি নই
তবুও মিথ্যাকে মিথ্যা বলতে ভালোবাসি।
আমার হাওয়াই, চারচাকা এমন কি দু চাকার কোন বাহন নেই।
আমি বলতে ভালোবাসি পৃথিবীটাকে বাচাও।
প্লাষ্টিকে ভর্তি প্রতিদিনের বাজার,
দুহাতে শুধু ধংসের বোমা, আমি বোমা হাতে বহনে নারাজ।
আমি সুস্থ, আমি সবল
তবু চিৎকার করি,
বিশুদ্ধ পানি দাও, বিশুদ্ধ বাতাস দাও, বাক্সবন্দী শিশুর মাঠ ফিরিয়ে দাও।
এ অখ্যাত কবির জন্য এক টুকরো নিল আকাশ দাও।
মৃতপ্রায় বৃক্ষের প্রজন্ম গুনি আমি, তার বিস্তারে লাঠি খাই
তার ছায়ায় দাড়িয়ে তাকে হত্যার ছক আকিঁ।

আমি এখনও সবল,
আমি লড়ি আগামীর জন্য, আমি লড়ি তোমার জন্য।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

রূপম রিজওয়ান বলেছেন: একরাশ মুগ্ধতা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.