![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনার উদয় বই নিয়ে। দাওয়াতে যাবো, হঠাৎ মনে হলো ২০১৯ সালের বেষ্ট বইকোনটা । গিফট এর সাথে একটা বই দিলে তো হয়। অপেরা ম্যাগাজিন এর লিষ্ট দেখলাম নেট এ। Where the Crawdads Sing নামের বই আছে এক নাম্বারে। দু্ই এ মিশেল ওবামার Becoming । প্রথমটি না পাওয়ায় দ্বিতিয় দিলাম । দাওয়াত শেষ। এখানে ও খানে ঘুরে আবার সেই বই এর দোকানে। আবার ও বেষ্ট সেলার লিষ্টটা দেখলাম। দোকানদার বই বার করছে। আমি দেখছি। হঠাৎ মনে হলো ভালোবাসা কি বেষ্ট সেল হয়? যদি হয়তো এতো যুদ্ধ কেন? এত মারামারি কেন? মানুষকে মারতে মানুষ বের করছে আধুনিক, অতি আধুনিক আগ্নেয়াস্ত্র। কেন? সিরিয়ায় বোমা পড়ছে। আহত শিশুর ছবি পত্রিকায়। হিংসা, লোভ, লালসা, ধংসের ভেতর মানুষ খুজছে সুখ। দোকানে বসা: মনে হলো, যদি ভালোবাসা বেষ্ট সেল হতো তো কি হতো? চারদিকে অস্ত্রের চেয়ে ফুলের দোকান বেড়ে উঠতো, হিংসা পরায়ন প্রতিবেশিও ভালোবেসে সেমাই অথবা হালুয়া পাঠিয়ে দিত। বড় বড় কোম্পানীগুলো মূলধন খাটাতো কৃষি ও কৃষ্টিতে, সঠিক বিজ্ঞান হু হু উপরে উঠতো।সাংসদে প্রতিপক্ষের সুনামে ভাসত বিরোধী দল। বড় বড় কর্মকতা নিজে দাড়িয়ে জরুরী গাড়ি সরিয়ে দিত। কৃষক বিষ মিশাতো না, মাছওয়ালা ফরমালিনে বাক্স হাতে মাছকে আদর করত না। সবই হতো সঠিক এবং সুন্দর। কিন্তু আজ অব্দি ( আমার মনে হয়) ভালোবাসা বেষ্ট সেল হয়নি। ভালাবাসার বহু ছবি টাকা কামিয়েছে। বহু ছবি দেখে মানুষ কেদেঁছে এবং পরেরদিন আরো বড় পাপ করে বলেছে -এমন যদি হতো? বহু নাটকে কৃষক চরিত্র হাততালি পেয়েছে, কিন্তু বাস্তবে??শোষিত, এবং শ্রম মূল্যায়ন প্রশ্নবিদ্ধ। কিন্তু সান্তনা দেই এই ভেবে যে, দোষ তো সব প্যান্ডোরা ব্ক্স এর। ভালোবাসার বেষ্ট সেল এবং সেলস ম্যান হারিয়ে গেছে বহু আগেই।
©somewhere in net ltd.