নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক মানুষের, মানবতার আর দরিদ্র শিশুটির যে জন্মে দেখছে লোভ আর লালসার পৃথিবী।

পূনেন্দু পাহাড়ি

পূনেন্দু পাহাড়ি › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে ভালোবাসা হয়

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

হঠাৎই পথ চলতে চলতে কোন এক সু্ন্দরীকে দেখলে
ভালো লাগা হয়। ভালোবাসা হয়না ঠিক তবে আফসোস হয়।
কি যেন থাকে না নিজের ভেতর,
একট কনফিডেন্ট, একটা গোলাপের ভেতর কাটাঁর আঘাত সয়ে যাওয়ার ক্ষমতা।
কি যেন থাকে না, একটা বাইক, যার পেছনে অনায়াসে প্রেমিকা বসানো যায়
অথবা মোটা অংকের ক্রেডিট কার্ড অথবা লেটেষ্ট ফোন।
শুধু মন থাকে, সাদা সচ্ছ মন, যার ভেতর ভালোবাসা থাকে পুরো। নিল, হলুদ, লাল ভালোবাসা।
তবে শুধু মন দিয়ে কি প্রেম হয়? তার সাথে এখন কার্ড লাগে, বাইক লাগে, স্মার্ট ফোন লাগে।
নতুবা প্রেম হয় ঠিকই, তবে ঠিক সেকেলে
তবে ঠিক হাল ফ্যাশনের প্রেম হয় অন্য কোন রকম।

হঠাৎ মানুষের মতো থমকে দাড়াই। পথ চলতে সুন্দরী চোখে যেন চোখ না পড়ে।
যদি প্রেম হয়ে যায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৫

নুরহোসেন নুর বলেছেন: ভাল লাগলো

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫২

ইসিয়াক বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.