নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক মানুষের, মানবতার আর দরিদ্র শিশুটির যে জন্মে দেখছে লোভ আর লালসার পৃথিবী।

পূনেন্দু পাহাড়ি

পূনেন্দু পাহাড়ি › বিস্তারিত পোস্টঃ

ছায়া

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

নিজেকে চেনা দায় হয়ে যাচ্ছে
কেন যেন অচেনা হয়ে যাচ্ছি।
চারদিকে হতাশার বাতাস
চারদিকে মানুষের দীর্ঘশ্বাস
তুমি শুধু আজ তুমিই নেই, তুমি অন্য কেউ, তুমি অন্য কারো
তোমাকে খুজতে অন্য কাউকে খুজি, অন্য কারো হাতে রাখি নিজের দুহাত।
তুমি যেন তুমিই নেই, তোমার চোখে আমায় চাওয়া অন্য কারো।

চেনা মানুষের দলে অচেনা হয়ে যাচ্ছি, রাখছি বদলে অন্তকোণে।
বদলে ফেলা আমার সবকিছু, তোমার সবকিছুকে ছুড়ে দিয়ে
নতুন আমি, একদম সাদা কাপড়ের মতো্
সবকিছু বদলে ফেলি।
বদলাতে পারি না ছায়া।
সে শুধুই তোমার কথা বলে, সে শুধুই নিজেকে নিয়ে আসে তোমার আঙিনায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.