![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাইলেই তোমার ফুচকা আনতে পারি,
চাইলেই চাইনিজে নিজেকে রাখতে পারি বাজি
তোমার পাশে হাটব বলেই সরকার ফুটপাত করে দিয়েছে।
একটা অ্যাপে উবার ডাকতে পারি, লোকবল দিয়ে রাস্তা রাঙাতে পারি আলপনা।
আমি সেকেলে তবুও তুমি চাইলে গায়ে উল্কি আকাঁবো, অথবা তোমার নাম।
ব্ল্যাক মার্কেটে ফাইনালের টিকিট কিনতে আমি পারব।
রাত দুপুরে তোমার জন্মদিনে আমি স্নান করে কেক কাটতে পারব সে আমার সাহস আছে।
নিউমার্কেটের ব্যাগ অথবা নীলক্ষেতের কোন বৈদেশিক বই, অথবা আইডিবির কোন নতুন কম্পিউটারের খবর
আমি তুড়ুত করে আনতে পারি।
কিন্তু এ শহরে তোমার মন নেই।
এশহরে তুমি দালান ভেদ করে একটা আকাশ দেখতে চাও।
এ শহরে তুমি কোকিল আর চড়ুই পাখির শব্দ শুনতে চা্ও
আমি প্রতিদিন কাকেদের দেখি, ঐ একটু কালো যা, আর কর্কশ।
এ শহরে তুমি খোলা মাঠ চাও, পরিষ্কার চাও
আমি ডিটারজেন্ট মেখে কাপড় পরিস্কার করি।
এ শহরে তুমি তাজা হাওয়া চাও, আমি তো নাক বন্ধ করে কালো ধোয়া মেরে দিই।
চোখ বন্ধ করে ফরমালিন খাই, কান বন্ধ করে ভেপুঁ শুনি।
এ কথা সত্য, তোমাকে আমি ভালোবাসি।
তবে এ কথাও সত্য এ শহরে তোমার মন নেই।
©somewhere in net ltd.