নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক মানুষের, মানবতার আর দরিদ্র শিশুটির যে জন্মে দেখছে লোভ আর লালসার পৃথিবী।

পূনেন্দু পাহাড়ি

পূনেন্দু পাহাড়ি › বিস্তারিত পোস্টঃ

তুমি

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১

তোমাকে অন্ধকারের সfধুবাদ
তোমাকে নীল বিষের সাধুবাদ
চিৎকার করে সময়কে ডাকছি
কোন সাড়া নেই, হা হুতাশ নেই একদম।
যেন চলছে রোজকার মতো, বাদামওয়ালার মতো, বুড়ো ভামটার মতো,
জানালায় দাড়ানো চিৎ পক্ষির মতো।
তোমাকে পরাজিত ভালোবাসার সাধুবাদ।
এক খন্ড মেখের মায়ায় উড়ছে সকাল
রাতের কুহক পাখির মসনদে
এখন শালিক, চড়ুই, কতকিছু

কষ্টরা আজ বন্দি নেই, হতাশার পায়ে কোন শেকল নেই,
ব্যর্থতার বুকে বিজয়ী হাসি।
শুধু আমিই চুপ, সময় বদলে দেবে অনেক কিছু।
শুধু আমি ফুল হাতে অপেক্ষামান।
একবার যদি শুনাতে পারি , আমার গল্প।

তোমাকে অন্ধকারের সাধুবাদ আবার
তোমাকে পরাজিত ভালোবাসার সাধুবাদ।

ভালো থাকো প্রেম ভালো থাকো আপন ঘরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.