নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি \n

কাওসার পারভীন

সাহিত্য চর্চায় নিবেদিত থাকাই উদ্দেশ্য।

কাওসার পারভীন › বিস্তারিত পোস্টঃ

প্রাণের ভাষা বাংলা, প্রাণের মেলা বইমেলা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

"মোদের গরব মোদের আশা আ'মরি বাংলা ভাষা"

আমাদের গর্বের ভাষা,প্রাণের ভাষা বাংলা। আমরা কথা বলি বাংলায়,শিশু যখন আধো আধো বোলে কথা বলতে শিখে তখন মা' যা বলে তাই অনুকরণ করে বলতে থাকে। তাইতো আমাদের মায়ের ভাষা বাংলা। এই মুখের ভাষাকে কেড়ে নেয়ার চক্রান্তের ইতিহাস কম বেশি সবাই জানেন। কেবল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীকে কেন্দ্র করেই আলোচনা পর্যালোচনা হলেও মূলত ভাষা আন্দোলনের মূল সুত্রপাত হয়েছিল আরো আগে থেকে। সেই ভাষা আন্দোলনের জয়ের রাজটীকা ধারণ করা দিন,বাংলা ভাষার জন্য জীবন দেয়া রক্তক্ষয়ী সেই দিন একুশে ফেব্রুয়ারী। তাইতো বাঙালির জাগরণের মাস ফেব্রুয়ারীতেই বাংলা একাডেমি আয়োজিত মাস জুড়ে একুশে বইমেলায় জেগে ওঠে হাজারো প্রাণ।আমাদের প্রাণের ভাষা বাংলার সাথে ফেব্রুয়ারীর বইমেলা যেন ওঁতপ্রত ভাবে জড়িত। শিশু কিশোর তরুণ থেকে মধ্যবয়সী ,বৃদ্ধ সকলেরই এই মিলন মেলায় চলছে বইসংগ্রহের এক আনন্দময় উচ্ছলতা। পাঞ্জল এই বইমেলা শেষ হতে চলেছে। আবার বছর ঘুরে আসবে এই সময়টি বাঙ্গালির জীবনে,আলোর দ্যুতি ছড়াবে প্রিয় বাংলা ভাষার সাহিত্য গগণে ।বেঁচে থাকুক বইমেলা, চির অম্লান হয়ে থাকুক একুশের চেতনা,প্রজন্ম থেকে প্রজন্মে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনার প্রথম পোস্টটা পড়তে এখানে এলাম। বইমেলা নিয়ে রচিত প্রথম প্রয়াস, ছোট হলেও ভাল লেগেছে।
ব্লগে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.