নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি \n

কাওসার পারভীন

সাহিত্য চর্চায় নিবেদিত থাকাই উদ্দেশ্য।

কাওসার পারভীন › বিস্তারিত পোস্টঃ

জল কেতকীর কথন (অণুগল্প)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

গ্রামের ধারে বয়ে চলেছে ছোট্ট একটা নদী।

বর্ষার পানি অনেকটাই নিচে নেমে আসছে।পুকুর ডোবা গুলিতে পানির টইটুম্বুর অবস্থা এখন আর নেই । ঋতুবদলের রঙে রঙ্গিন প্রজাপতিরা এখন ডানা মেলে উড়ছে। ফুটন্ত কদম কেতকী সৌরভ ছড়িয়ে আবার হারিয়ে যাবে।

নদীর জল- কি রে তোর ফুলের বাহার কই?

কেতকী - আমার ফুলের বাহার এখন কমে আসছে গো! তবে তুমি যে একেবারে শুকিয়ে মরা কাঠ হয়ে যাচ্ছ ! কিভাবে চর পড়ছে দেখেছ তোমার বুকে?

লোকজন নৌকো নিয়ে চলাফেরা করবে কেমন করে। এই শুষ্ক দিনগুলোতে তোমার সময় কাটবে কেমনে গো? এ যাত্রা আর কারো মন পাবে না।সময় চলে গেলে আর কেউ ফিরেও তাকায় না।

নদীর জল - কি বলিস ! আমার দিন ফুরাবে কেমন করে ! নৌকো পারাপারের সময় মাঝির হৃদয় চেড়া ভাটিয়ালী গানের সুরে মন জুড়াব কেমন করে?
সারাদিন কত কত সওয়ারী পারাপার হয় আমার বুকের উপর দিয়ে।এই ক'মাস কেমন করে যাবে রে আমার দিনগুলি? তুই তো ভারি চিন্তেয় ফেলে দিলি।

কেতকী - বৃথা তুমি ভাবছো। আমায় দেখো,আবার বছর ঘুরে আসলে আমার মত ফুলেরা ফুটবে, পাখিরা গাইবে আবার,এ ডাল ও ডাল ঘুরে তিরিং বিরিং লাফিয়ে কিচির মিচির করবে । শুধু আমি কেন আমার আরও কত সঙ্গী থাকবে তখন। কদম। কামিনী গন্ধরাজ। তবে- তবে-

নদীর জল - তবে কি? বলেই ফেল না হতচ্ছাড়ি ।

মন ঝিমিয়ে যায় কেতকীর।চোখ ছলছল করে।

-আসছে বছর কি আর আমি থাকব? আমি তো ঝরে যাব এই তো আর কিছুক্ষণ পরেই।নতুন করে মেতে উঠবে সবাই সদ্যফোঁটা বর্ষা ভেজা কদম কেতকী নিয়ে।আর তুমিও থাকবে কত আনন্দে। তোমার বুকে আবার মাঝি গান গেয়ে নতুন উদ্যমে নৌকো পারাপার করবে। আমি হারিয়ে যাবো বিস্মৃতির অন্তরালে। এটাই যে প্রকৃতির নিয়ম গো !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.