নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি \n

কাওসার পারভীন

সাহিত্য চর্চায় নিবেদিত থাকাই উদ্দেশ্য।

কাওসার পারভীন › বিস্তারিত পোস্টঃ

বড়ত্ব

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

বিশিষ্ট সাহিত্যপ্রেমী,লেখক শাওন রহমান নিয়মিত সাহিত্যচর্চার সুবিধার্থে "শাওন সাহিত্য ক্লাব" নামে একটি সংগঠন করেছেন। এই ক্লাবে দৈনিক ,সাপ্তাহিক,মাসিক এভাবে নিয়মিত সাহিত্যের আসর বসে। লেখেলেখি যারা করেন তাঁদের লেখা নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করা হয়। জাত ভেদাভেদে বন্দনাও করা হয়। এই ক্লাবে কয়েকজন উঁচু জাতের লেখক সমালোচক আছেন যারা এই বন্দনা কর্মে অগ্রগামী। যাই হোক, ক্লাব এর কর্ণধার শাওন রহমানের অমায়িক উদার আহবানে সাড়া দিয়েএই ক্লাবে নবীন, প্রবীণ নানা জাতের লেখকের আনাগোনা দিন দিন বাড়তে থাকে। প্রতিদিন টেবিলে প্রচুর লেখা জমে পাহাড় হবার উপক্রম।কোন কোন লেখা ফাইল বন্দী হয়ে ক্লাবের শেলফে ঠাঁই করে নিচ্ছে। কোন কোনটি আবার বইতে স্থান পাবে। বইগুলির নামেও আছে আলাদা আলাদা স্বাদ। ভিন্ন ভিন্ন নাম । এ বই,বি বই, এভাবে একেবারে ই পর্যন্ত। কিন্তু এই লেখাগুলি পড়তে হবে তো! ভুল ভ্রান্তি ঠিকঠাক করতে হবে তো ! কাজেই শাওন রহমান নিজের ঘনিষ্ঠ তথাকথিত উঁচু দরের এবং উঁচু জাতের লেখক এবং বিজ্ঞ পণ্ডিত ব্যাক্তিদের আকুল আবেদন সহকারে ডাকাডাকি করতে থাকেন ,আপানারা আসুন, এঁদের লেখা পড়ুন ! কিছু তো বলুন ! পণ্ডিত ব্যাক্তিবর্গ মোচড়া মোচড়ি শুরু কর

'কি যে শুরু করলা মিয়া।যার তার লেখায় মন্তব্য করে জাত কুল খোয়াবো নাকি ?'

'বলেন কি ! লেখকের আবার জাত কি? যত বেশী ভালো ভালো কথা বলবেন আপনার পাণ্ডিত্য আরও বাড়বে বোঝেন না কেন?'

'তুমি বুঝবা না মিয়া,তুমি থাকো তোমার এই সমস্ত লেখকদের নিয়া। আমাগোরে নিয়া টানাটানি কইরো না!'
শেষমেশ শাওন রহমানের মুখের দিকে চেয়ে দু একজন ক্লাবে আসেন। লেখাগুলি ঠিকমতো না পড়েও নেহায়েত অনিচ্ছাসত্ত্বে একেবারে না পারতে মন্তব্য খাতায় হয়তোবা দিলেন একটা মন্তব্য ছুঁড়ে। এরপর আর একজন উপরের মন্তব্য দেখে নিলেন, ধ্যাত! যার তার লেখা পড়ে সময় নষ্ট করার কোন মানে হয় ! উপরের মন্তব্যে কি আছে? হ্যাঁ, হ্যাঁ , এটার অনুকরণে একটা লাইন লিখে দিলেই তো হয়ে গেল মোক্ষম সমালোচনা।
এর পরপরই চোখে পড়ে একজন সুপরিচিত লেখকের লেখা !
আরে! আরে ! এতো দেখছি অমুকের লেখা।এবার শুরু হল বন্দনা টাইপের আলোচনা, মন্তব্য।
লেখায় আছে কম করে হলেও ৫/৬ টা বানান ভুল এবং গল্পে লেখক ঠিক কি বুঝিয়েছেন তা বোঝার সাধ্যি তো ওই নিচু জাতের লেখক / পাঠকের নেইই এবং তারা কিছুই বুঝলেনও না, অথচ তিনি কি বুঝলেন কে জানে ! তিনি আবেগে,মুগ্ধতায় মর্মভেদী সুআলোচনা করে দিলেন লেখাটি নিয়ে।
দেখাদেখি পরপর আরও কয়েকজন এভাবে তেলমর্দিত মন্তব্য করতে থাকেন। আবার কোন কোন লেখা কৌতূহল বশত পড়ছেন না তাও নয়,সেখান থেকে সুন্দর শব্দ , বাক্য শৈলী যে ভালো লাগছে না তাও কিন্তু নয়।! তবে তা প্রকাশ করার দরকার কি ! সূক্ষ্ম সুচতুরভাবে তা নিজের ঘটিতে তুলে রাখলেই হয়। সময় মত কাজে লাগানো যাবে।
এত বড় লেখক,সমালোচক,পর্যালোচক বলে কথা ! যেখানে সেখানে কথা বললে মান থাকে ?
এহেন মনোভাব নিয়ে বাকিরা সব ক্লাবে উঁকি দিয়ে চলে যান যার যার মত। তবে থেমে নেই কোন কিছুই। পণ্ডিত ব্যাক্তিবর্গের বদান্যতার কারনেই হোক কিংবা ক্লাবের কর্ণধার শাওন রহমানের অমায়িকতার কারণেই হোক এহেন অবস্থার মধ্য দিয়েও নবীন, প্রবীণ, উঁচু, নিচু নানা জাতের লেখকের লেখার সমাহারে সগৌরবে চলছে নিয়মিত "শাওন সাহিত্য ক্লাব" এর সাহিত্য বিষয়ক কর্মকাণ্ড।
------------------------------------------------
**আপনারে বড় বলে বড় সে নয়,
লোকে যারে বড় বলে বড় সেই হয়।**
-----------------------------------------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.