নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাই, ঝিমাই, নিদ্রা যাই, মাঝে মাঝে অতীত সম্পর্কে ভাবি, একটু একটু করে বুড়া হই, মৃত্যুর দিকে এগিয়ে চলি ক্রমান্বয়ে, বোধহীন অর্বাচীনের ন্যায়।

শামিল কায়সার

ফেবুতে আমিঃ https://www.facebook.com/shamilkaysar

শামিল কায়সার › বিস্তারিত পোস্টঃ

রিপ্লাই বাটন প্রসঙ্গে

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৭

প্রিয় সামু মডু, ৪ বছর পর একটা পোষ্ট লেখতাছি, চাইলে খেয়ালে নিতে পারেন।

পুরান যুগের পর থিকা সামু ব্লগে অনেকগুলি নতুন ফিচার আপডেট করছে আপনাদের টেকি টিম। এইটা ভালো উদ্যোগ। কিন্তু সামুতে কোন পোষ্টে কমেন্ট করতে গেলে রিপ্লাই বাটনের কার্যক্রমটা রইয়া গেছে সেই প্রস্তর যুগের মতই।

ধরা যাক, সলিমুদ্দির কোন পোষ্টে কমেন্ট আমি দিলে তার রিপ্লাই দিতে পারে একমাত্র ছলিমুদ্দি। কিন্তু কলিমুদ্দি আমার কমেন্টের কোন রিপ্লাই দিতে পারে না। তারে আমার নাম "@" চিহ্নটা দিয়া লেইখা কমেন্ট বক্সে পোষ্টাইতে হয়, যেটা পরিবর্তন করাটা জরুরী হয়া পড়েসে বলে আমার মনে হয়।

ফেইসবুকের মত রিপ্লাই বাটনে সবার কমেন্ট করার ব্যাবস্থা রাখেন। সম্ভব হলে ব্লগারদের নাম মেনশন করার সুবিধাটা যুক্ত করতে আপনারা উদ্যোগ নিতে পারেন, ব্লগারদের ইন্টারকানেকশন করার জন্য এতে বেশ সুবিধা হবে। ব্লগে নিক মেনশন ব্যাবস্থাটা রাখার আয়োজন করলে নোটিফিকেশান পাঠানোর এন্তেজামটাও রাইখেন।

শুভরাত্রি।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৮

যুবায়ের বলেছেন: জি ভাই ভালো প্রস্তাব

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

শামিল কায়সার বলেছেন: এখন কর্তৃপক্ষ বিষয়টা আমলে নিলে হয়। আরেকটা সমস্যা টের পাইতেছি আপ্নারে রিপ্লাই দিতে গিয়া। কমেন্ট রিপ্লাই দেয়ার বেলায় ইমো এড করার সুযোগ রাখেনাই। অথচ এটা জরুরী একটা ফিচার।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:০৪

কাকা ঠাকুর বলেছেন: আশা করি ডেকি ভাইরা বিবেচনায় নিবে ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৮

সুমন কর বলেছেন: খারাপ বলেন নি, কারণ মাঝে মাঝে এ রকম মন্তব্য করতে দেখা যায়।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

শামিল কায়সার বলেছেন: আগে হরহামেশাই এমন হইত। এখনকার বাস্তবতা হইলো, ব্লগে অধিকাংশ সময় পিঠ চাপড়াচাপড়ি চলে। ফলে কমেন্টের রিপ্লাই নিয়া মাথা ঘামাইতে অনেকেরেই দেখা যায়না।

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

শামিল কায়সার বলেছেন: দেখেন, ব্যাবস্থাটা করা যায় কিনা।

৫| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১২

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

শামিল কায়সার বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.