নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধেরসাধনামম শুন্যগগণ বিহারীআমি আপন মনেরমাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা-

Kazi Emran

Kazi Emran › বিস্তারিত পোস্টঃ

আমার বাবার স্মৃতি

২৭ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫৪

বাবার ছেলেবেলার প্রিয় কবিতা,

''দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, .....। "

এই পর্যন্ত বলে তিনি আর পুরোপুরি মনে করতে পারতেন না। বাবার মুখে এই কবিতাটা কতবার যে শুনেছি। পুরোপুরি মনে করতে না পেড়ে আমাদের কবিতার মূল গল্পটা বলে শোনাতেন।

সাহসী মানুষদের প্রথম কাতারে ছিলেন আমার বাবা। ছেলেবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি ব্যবসা বা পারিবারে সকল বিষয়েই দাদার সহযোগী ছিলেন তিনি। বাবার চাকরি জীবনে আমি একদম ছোট ছিলাম। অন-ডিওটি এক্সিডেন্ট হওয়ার পর তার পঙ্গুত্ব, করুণ জীবন আমি দেখেছি । বাবা খুব একাকীত্ব অনুভব করতেন। সবসময়ই মনমরা হয়ে কি যেন ভাবতেন। হয়তো নিজেকে নিয়ে তিনি লজ্জিত ছিলেন। বাবার ছুট্র জীবনে কোন বিশ্রাম ছিল না। পঙ্গুত্ব এবং শারিরিক অসহ্য যন্ত্রণা উপেক্ষ করেই তিনি তার পরিবারের (আমাদের) জন্য সংগ্রাম করে গেছেন। এক্সিডেন্টে urinary bladder ফেটে যাওয়ার কারনে সবসময় জনসম্মুখে তিনি লজ্জিত হতেন। বাবার শরিরে হাড়ের বিভিন্ন জায়গায় মোট ৯ টি ভাঙা ছিল। মাঝে মাঝে সেই ভাঙায় ব্যাথা হত। আমরা বিরক্ত হব ভেবে বাবা কাউকে কিছু বলতেন না। তিনি তার দোকানে কাঁথা মুড়ে শুয়ে শুয়ে পা কাঁপাতেন আর গুনগুন করে পড়তেন-

''দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, .....। "

বাবা ডাকি না ১০ টা বছর! সবসময়ই মনে হয় নিজের জীবনটার বিনিময়ে হলেও একটা বার আমার বাবাকে জড়িয়ে ধরতে পারতাম!
-----------------------------------

....``বাবাকে তার ছেলেবেলার সবথেকে ভালবাসার কবিতাটা শুনাতে খুব ইচ্ছা করে।''_

`` কাজের ছেলে''
_____যোগীন্দ্রনাথ সরকার

দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়,”
” ছিঁড়ে দেবে চুল।



দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
বাহবা বাহবা – ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ!

দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।
দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
ডিম-ভরা বেল, দু’টা পাকা তেল, সরিষার কৈ।



ওই তো ওখানে ঘুরি ধরে টানে, ঘোষদের ননী;
আমি যদি পাই, তা হলে উড়াই আকাশে এখনি!
দাদখানি তেল, ডিম-ভরা বেল, দুটা পাকা দৈ,
সরিষার চাল, চিনি-পাতা ডাল, মুসুরির কৈ!



এসেছি দোকানে-কিনি এই খানে, যত কিছু পাই;
মা যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতে ভুল নাই!
দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দৈ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৩:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কথাগুলো হৃদয় ছুঁয়ে গেলো। খানিকটা চোখে জলও এলো। কারণ খুব সম্ভবত আমি আপনার কষ্টগুলো অনেকটাই বুঝতে পারি। শুধু বলবো উপর ওয়ালার কাছে দু'হাত তুলে আপনার বাবার জন্য দোয়া করুন। তিনি যেখানেই থাকুন না কেন পরম করুণাময় তার আত্মাকে শান্তি দিন এটাই প্রার্থনা করছি। অনেক অনেক ভালো থাকুন।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৩

Kazi Emran বলেছেন: আমিন।

২| ২৭ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: আমার মেয়ে এই কবিতা খুব পড়ে।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৩

Kazi Emran বলেছেন: Awesome

৩| ২৭ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৪

জগতারন বলেছেন:
আমি যখন আমার গ্রামের প্রাইমারী স্কুলের ছাত্র ১৯৬৭ সালে
তখন ক্লাশ থ্রীতে এই কবিটা আমাদের পাঠ্য ছিল।
আমি এই কবিতাটি তখন মুখস্ত করেছিলাম।
এখনও আমার মনে আছে।
আমার প্রিয় একটি কবিতা।

পোষ্ট দাতা Kazi Emran-র প্রতি সুভেচ্ছা জানাই কবিতাটি এখানে তুলে দেওয়ার জন্য।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৪

Kazi Emran বলেছেন: ধন্যবাদ জনাব।

৪| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাবার স্মৃতির পড়ে চোখ একেবারে আদ্র হয়ে গেল। ওনার মাগফিরাত কামনা করি। বাবা নেই কিন্তু বাবার স্মৃতি নিয়েই বাকি জীবন অতিবাহিত করুন।

আপনার গোটা পরিবারের উপরে দোয়া রইল।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৫

Kazi Emran বলেছেন: ভালবাসা নিবেন।

৫| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতাটি যেকোন পাঠকের হৃদয় ছোঁয়া যোগ্যতা রাখে। এইসব কবিতাই সাধারণ মানুষকে কবিতার প্রতি আকৃষ্ট করেছিলো।

বাবার আত্মার মাগফিরাত কামনা করছি।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৮

Kazi Emran বলেছেন: ভালবাসা নিবেন জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.