![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ একটি কৃষি প্রধান দরিদ্র দেশ । দীর্ঘসময় উপনিবেশিক শাসনে থাকার কারনে এদেশে শিক্ষার হার বরাবরই কম । ফলে এদেশের অধিকাংশ মানুষের মনে জায়গা করে নিয়েছে অজ্ঞতা, অর্থহীন অনুষ্ঠান, কুসংস্কার ইত্যাদি ।
এরকমই কিছু ভুল ধারনা প্রচলিত রয়েছে মানসিক রোগের ব্যাপারে । অধিকাংশ মানুষের ধারনা এই যে, মানসিক রোগে আক্রান্ত মানেই পাগল । কিন্তু, এই চিন্তা মোটেই ঠিক না ।
প্রকৃত ব্যাপার হল, নিউরোলজিকাল রোগী আর সাইকোটিক রোগীর মদ্ধে পার্থক্য রয়েছে ।
নিউরোলজিকাল রোগীর ক্ষেত্রে রোগীর ব্রেইন ঠিকভাবে ফাংসনিং করতে পারে না। যার কারনে, সে কিছু মানসিক রোগে আক্রান্ত হয় । সঠিক চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণভাবে এসব রোগ থেকে সেরে ওঠা যায় এবং অন্যান্য সাধারন মানুষের মত স্বাভাবিক জীবনযাপন করতে পারে ।
অপরদিকে সাইকোটিক রোগীর ক্ষেত্রে রোগীর সাধারন চিন্তা শক্তি ও বোধবুদ্ধি লপ পেয়ে থাকে । ফলে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না এবং উদ্ভট আচরন করে থাকে। এসব রোগীর ক্ষেত্রে চিকিৎসা একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে । তবে সঠিক চিকিৎসা এবং সমাজের সকলের অনুকূল পরিবেশ পেলে এরা সাধারন মানুষের মত জীবনযাপন করতে পারবে ।
একজন সুস্থ মানুষকেও যদি সবসময় পাগল বলা হয়, সেও একসময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে । তাই নিউরোলজিকাল হোক বা সাইকোটিক হোক; কাউকেই পাগল বলে সম্বোধন করা অনুচিত।
ওসিডি ইনফো সাহায্য কেন্দ্র
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
কাজী ফয়সাল হোসেন বলেছেন: ধন্যবাদ ।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২
এম.এ.জি তালুকদার বলেছেন: আপনি কি ডাক্তার বাহে!!! মোগো দেশাত চাতি, তোমোগে ঢাহায় তবে হাগল ব্যাশি ক্যান? ওইহ্যানে কি আলু বাগুন চাষ হয়নি। তুমি তো দেখছি গোয়া(ঘোড়া) মারা ডাক্তার বাহে!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪
কাজী ফয়সাল হোসেন বলেছেন: খুবই দুর্বোধ্য ভাষা । ঘোড়া মারা ডাক্তার মানে ???
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লিখেছেন