![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের অধিকাংশ মানুষ শান্তি চায়, তবে আলাদা আলাদাভাবে। কিন্তু একত্রিত হয়ে সেই লক্ষ্যে কাজ করতে কেউ রাজি নয়। ভদ্রলোকেরা স্বপ্ন দেখতেই ভয় পায়, দেশ বা সমাজের দুরবস্থাকে মেনেই নিয়েছেন এবং এই অবস্থা বদলানো সম্ভব না বলে বিশ্বাস করেন।
হ্যাঁ, আসলেই সম্ভব না। স্বপ্নই দেখতেই যদি ভয় পান, তবে তার বাস্তবায়ন তো অনেক দূরের ব্যাপার। রাজনীতির নাম শুনলে সাধারণ মানুষ এখনো যে গতিতে পিছু হাঁটেন, এমনটা অব্যাহত থাকলে আসলেই কোন পরিবর্তন আনা সম্ভব নয়। শুধু চাকরি বা ব্যবসা করে অর্থ উপার্জন করাই কি জীবন? দেশের প্রতিও আমাদের দায়িত্ব ও কর্তব্য আছে, প্রাইমারি ঠেকে বইতে পড়ে আসছি। অন্তত যাদের দেশের জন্য কাজ করার সুযোগ আছে তাদের এগিয়ে আসা উচিৎ। সবাইকে জাতীয় পর্যায়ের নেতা হতে হবে এমন নয়, সাধারণ একজন রাজনৈতিক কর্মীও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন যদি তার আদর্শ ঠিক থাকে।
রাজনীতি এতো ঘৃণা করেন, অথচ দিনশেষে সেই রাজনীতি করা সরকারের কাছেই উন্নয়নের দাবী জানান। এও জানেন যে তাদের কাছে আমরা বড়ই অসহায়। সরকার আমাদের চাকরের মত ভাবতে চায়।
সাধারণ মানুষকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া এবং তাদের মনে এই ব্যাপারে ঘৃণা তৈরি করা হয়েছে দুরভিসন্ধিমূলক ভাবে যাতে কিছু মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত থাকে। আমাদের রাজনৈতিক বেহাল অবস্থার পেছনে জনগণের রাজনৈতিক অসচেতনতা একটা বিশাল কারন।
আসুন আমরা রাজনীতিকে জানার চেষ্টা করি এবং স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে অংশগ্রহণ করি। দেশ কারো একার না, আমাদের সবার।
" রাজনীতিতে অংশগ্রহণ করতে না চাওয়ার শাস্তি হলো তুমি শেষমেশ তোমার চেয়ে নিচু যারা তাদের দিয়ে শাসিত হবে "।
----- প্লেটো
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪
কাজী ফয়সাল হোসেন বলেছেন: গুণীর কথা, এটা আমাদের জন্য পুরো সত্য। আমাদের সেবক যারা নিজেদের শাসক ভাবে তাদের দিকে তাকালেই এই উক্তির বাস্তবতা সবার চোখে পরিষ্কারভাবে ধরা দেবে।
২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: রাজনীতির নাম শুনলে সাধারণ মানুষ এখনো যে গতিতে পিছু হাঁটেন, এমনটা অব্যাহত থাকলে আসলেই কোন পরিবর্তন আনা সম্ভব নয়
কারণটা আপনার জানা উচিৎ।আর না জানলে কিছু বলার নেই।
রাজনীতি এতো ঘৃণা করেন, অথচ দিনশেষে সেই রাজনীতি করা সরকারের কাছেই উন্নয়নের দাবী জানান।
ক্ষমতায় যে থাকবে মানুষ তার কাছেই উন্নয়নের দাবী করবে অন্য কারো কাছে নয়।
" রাজনীতিতে অংশগ্রহণ করতে না চাওয়ার শাস্তি হলো তুমি শেষমেশ তোমার চেয়ে নিচু যারা তাদের দিয়ে শাসিত হবে "।
বড্ড সত্যি বলেছেন।সে জন্য আজ শিক্ষিতরা সমাজে দাম পায় না।
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮
কাজী ফয়সাল হোসেন বলেছেন: তাদের কাছেই যখন দিনশেষে দাবী জানাতে হয়, তাহলে রাজনীতিকে এতো ঘৃণা কেন? তাহলে এমন দেশেই যাওয়া উচিৎ যেখানে রাজনীতি নেই। আপনার মনে হয় রাজনীতিবিদেরা সাধারণ জনগণকে গোনায় ধরে ?
৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
প্লেটো মনে হয়, শাসনকর্তা হিসেবে মন্ত্রী শাহজাহানের কথা বলেছেন!
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯
কাজী ফয়সাল হোসেন বলেছেন: হাহা। প্লেটোরা আসলে খুব দূরদর্শী ছিলেন। উনি জানতেন যে এমন শাহজাহান আসবে একদিন। মূলত সকল কালেই ছিল। আমাদের মত রাষ্ট্রগুলোতে তো আরও বেশি করে ছিল।
৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এখন আর শেখ মুজিব তৈরী হবে না। মানে তৈরী হতে দেয়া হবে না। এখন তৈরী হয় সেঞ্চুরিয়ান কোপাশামসু, চাপাতিবাজ, রগকাটা, হাতুড়িম্যান.....
১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯
কাজী ফয়সাল হোসেন বলেছেন: হ্যাঁ, এখন কিন্তু আমাদের বসে থাকার সময় নেই। আমরা যেহেতু সমস্যা বুঝতে পেরেছি, আমাদের এই সমস্যার সমাধানের চেষ্টা করে যেতে হবে।
৫| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: কমখাওয়া আর কম জনপ্রিয়তা দেহমনের জন্য ভালো।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪০
প্রশ্নবোধক (?) বলেছেন: প্লেটোর কথাটি মনে ধরেছে।