নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী জহির উদ্দিন তিতাস ১৯৮৩ সালের ৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের কাজী বংশে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম কাজী জালাল উদ্দিন, মাতার নাম মোছা ঃ নূরুন্নাহার বেগম।

কাজী জহির উদ্দিন তিতাস

সাবেক সাধারণ সম্পাদক, জেলা কবি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ও সভাপতি, জাতীয় সাংবাদিক ক্লাব, কেন্দ্রীয় কমিটি।

কাজী জহির উদ্দিন তিতাস › বিস্তারিত পোস্টঃ

তথাকথিত আস্তিক ব্লগারদের কি বিচার হওয়া উচিত?

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৫

ইসলাম ধর্মকে নিয়ে যারা ব্যবসা করেন। যারা কথায় কথায় ফতোয়া দিয়ে নাস্তিক ব্লগারদের বিচারের দাবী তোলে, আন্দোলনের হুমকী দেয় এমনকি ব্লগারদেরকে হত্যা করতে ও যারা কুন্ঠিত হয়না সেই সব আস্তিক ব্লগাররা যখন ইসলাম ও আমাদের প্রিয় রাসুল (সঃ) এর শানে জঘন্য বেয়াদবী করে তখণ তাদের কি বিচার হওয়া উচিত? শুধু তাই নয়, তারা ইসলাম ধর্মের নাম ভাঙ্গিয়ে জ্বালাও-পাড়াও এমনকি মানুষ খুন পর্যন্ত করে থাকে তথাকথিত এসব আস্তিক ব্লগাররা আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে নাস্তিক ব্লগার (!) দেরকে বিচারের দাবী করে আসছে। তাদের গুরুরা যে ইসলাম ধর্ম ও রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তি করেছে তাদের বিচার হবার কি কোন প্রয়োজন নেই? অবশ্যই আছে, তাদেরকে অচিরেই বিচারের মুখোমুখি করা দরকার।
এখন আমি তথাকথিত নামধারী আস্তিক ব্লগারদের ইসলাম ও রাসুল (সঃ) এর শানে কটুক্তির স্বরুপগুলো তুলে ধরছি প্রমাণ সহকারে। প্রিয় পাঠক আপনারাও প্রমাণগুলো খতিয়ে দেখতে পারেন। নিচে তাদের কর্মকান্ডগুলো তুলে ধরা হলো।
১। শেখ আব্দুল ওহাব নজদী ঃ- ওহাবী মতবাদের প্রতিষ্ঠাতা শেখ আব্দুল ওহাব নজদী বলেছেন মসজিদের মিনারায় দরুদশরীফ পাঠ গুনাহ, একজন পতিতার ঘরে বাদ্য বাজনার মতোই। দেখুন- আদ্দুরুস্সানীয়া, পৃষ্ঠা-৪১, ফিতনাতুল ওহাবীয়া, পৃষ্ঠা-৭৭, তারীখে ওহাবীয়া, পৃষ্ঠা ৬৩, তারীখে নজদ ও হেজায, পৃষ্ঠা- ১৫৮।)
২। মৌলভী আশরাফ আলী থানবী ঃ- নামাযে নবী করিম (সঃ) এর খেয়াল-ধ্যান গরু-গাধার চেয়ে শতগুণে নিকৃষ্ট; বরং শিরক পর্যায়। ( দেখুন- সিরাতে মুস্তাকিম, পৃষ্ঠা-১১৮।)
৩। মৌ: খলিল আহমদ আম্বিটবীঃ শয়তান ও মালাকুল মওতের জ্ঞান হুজুর পাক (সঃ) এর জ্ঞানের তুলনায় অধিক। ( দেখুন-বারাহীনে কাতেয়া, পৃষ্ঠা- ৫১, কৃত মৌ: খলিল আহমদ আম্বিটবী। তিনি আরো বলেন- রাসুল (সঃ) উর্দু বলার ক্ষমতা দেওবন্দ মাদ্রাসা থেকে অর্জন করেছেন। ( দেখুন-বারাহীনে কাতেয়া, পৃষ্ঠা- ২৬, কৃত মৌ: খলিল আহমদ আম্বিটবী।
৪। মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহী ঃ- মৌঃ রশিদ আহম গাঙ্গুহীর শিষ্য মৌ হোসাইন আলী বলেন, আমি স্বপ্নে হুজুর (সঃ) কে দেখলাম। তিনি আমাকের পুলসিরাতের উপর নিয়ে গেলেন। কিছুদুর অগ্রসর হওয়ার পর দেখলাম যে, হুজুর (সঃ) পুলসিরাত থেকে পড়ে যাচ্ছেন। তখন আমি হুজুর (সঃ) কে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছি। (বুলগাতুল জিরান-কৃতমৌ হোসাইন আলী, জাআল হক উর্দু, পৃষ্ঠা- ৪২০।
৫। মওদুদী ঃ- মওদুদী বলেছেন- রাসুল না অতি মানব, না মানবীয় দুর্বলতা থেকে মুক্ত। তিনি যেমন খোদার ধন ভান্ডারের মালিক নন, তেমনি খোদার অদৃশ্য জ্ঞানের অধিকারী নন বলে সর্বজ্ঞও নন। (লন্ডনের ভাষণ, পৃষ্ঠা-১৬)। অথচ মহান আল্লাহ উনার প্রিয় হাবীব রাসুল (সঃ) কে গোটা সৃষ্টির জন্য একটি নমুনা করেছেন, তাঁর আদর্শকে উত্তম আদর্শে সাব্যস্ত করেছেন। পবিত্র কোরআন পাকে মহান আল্লাহ পাক বলেছেন- নিশ্চয় তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
আল্লাহ পাক আরো বলেন- হে হাবীব, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালবাসো তাহলে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করবেন আর আল্লাহ মহা ক্ষমাশীল দয়ালু।
এছাড়াও তথাকথিত নামধারী আস্তিক ব্লগাররা রাসুল (সঃ) ও উনার সাহাবীদের সম্পর্কে অসংখ্য কুরুচিপূর্ণ বক্তব্য বিভিন্ন কিতাবে লিখেছেন। তাহার সবগুলো প্রকাশ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই আজ আমি আর উল্লেখ করলাম না। তবে ভবিষ্যতে সবগুলো এক সাথে প্রকাশ করবো।
প্রিয় পাঠক সমাজ, আপনারাই বলুন, যারা কথায় কথায় অন্যদের কাফের ফতোয়া দেয়, নাস্তি ফতোয়া দেয়, তাদের এসব কর্মকান্ডে তাদের বিরুদ্ধে কি ফতোয়া দেয়া যায়? তাদের কি বিচার হবার প্রয়োজন নেই। নাকি তারা ইসলামের লেবাস পড়ে ইসলামের দোহাই দিয়ে পাড় পেয়ে যাবে- এই প্রশ্ন আজ সকলের কাছে।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

রাশেদুজ্জামান বলেছেন: ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.