![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি করে মানুষকে
বিশ্বাস করবো?
কি করে পৃথিবীতে হাসবো?
আমি যে নিজের উপরই
বিশ্বাস হারিয়েছি।
তোমার হৃদয়-টাকে
জবাই করেছি, তোমার মন-টাকে
আমি থেঁতলে দিয়েছি।
সে জখম বাহির থেকে দেখা
যায় না, কোনো সুরতহাল রিপোর্টে
তা ধরা পড়বে না।
তবু, দামিনী’র ধর্ষকদের চেয়ে
আমি কম কিসে?
তাদের গলায় পাকানো রশির দড়ি,
আর আমার মনে পাকানো অবিশ্বাস।
আমি নিজেকে দিয়ে জানি—
মানুষ কতটা খেঁক শেয়ালের মত
ধূর্ত, পিরানহা’র মত নিষ্ঠুর, আর
প্রস্তরের মত কঠিন হতে পারে।
মানুষের উপর বিশ্বাস হারানো
শুধু পাপই নয়,
এক প্রকার মৃত্যুও।
তন্দ্রালোচী, তুমি সিলভিয়া প্লাথ যদি হউ,
আমি তো মমি বা ফসিল বা
ইস্টার দ্বীপের মূর্তি বৈ নই।
০৪/০১/১৩
©somewhere in net ltd.