![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাও পাখি,
মুক্ত বিহঙ্গ তবে হও;
সাগরের সচল মীন হও।
একুরিয়াম ভাঙ্গো,
খাঁচা তোড়ো।
আমি গৃহী এক,
আটকে রাখার মালিক তো নই।
তোমার আচরণ-বিচরণ
জীবন যোগায়, এই যা...
যাও তবে, এই শীতের রাতে
আফ্রিকার দামাল চিতা হও;
ঈগল বা পুমা’র পশমে
শিহরণ তোলা চিনুক হওয়া হও।
০৯/০১/১৩
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! সুন্দর!!
যাও পাখি,
মুক্ত বিহঙ্গ তবে হও;
ভালো লাগা থাকলো অনেক। +++