নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী নিয়াজ

কাজী নিয়াজ › বিস্তারিত পোস্টঃ

... এবং ভূত

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ভূত বুলাইছে তোয়াহা ফারুকে,

হেই ভূত চাপছে আইয়া আমার ঘেঁটিতে।

ট্যাকার গন্ধআলা ভূত,

ধলা মাগী’গো মেকি হাসি-মারানো ভূত,

খ্যামতার টেস্ট পাইলে যাগো জিব্বার মইধ্যে

পানি আহে, সেইরাম ভূত আমার কল্লায়।

ও ছুটো ভাই তোয়াহা, তুমি এরাম ভূত

নামাইতে গ্যেলা ক্যা?

আছিলো হেই চুদিরভাই গাছের আগায়

নায়তো জুতোর তলায়,

নিজের ভোগ-মচ্ছব লইয়া;

তারে ডাইকা আইনা ঘিলুর

জমিনে ফলাইতে দিলা ক্যা?

সেভেন ডেডলি সিনস লইয়া হেই তো

গুর্দার মইধ্যে হান্ধাইছে, অরে এইসুম

তাড়ামু ক্যামতে?

আজাদী মার্ক্সে না মুহাম্মদে না

আরও বেশি কইরা আঙ্কেল স্যামে,

হেইডা পারলে তুমার ভূতের রাজারে

একটু সময় কইরা জিগাইয়ো তো?



০১/০২/১৩



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.