নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী নিয়াজ

কাজী নিয়াজ › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় যুদ্ধের শহীদেরা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

ব্লগার-এক্টিভিস্ট; ছাত্র-শিক্ষক-জনতা;

শিল্পী-পেশাজীবী; র্যাব-পুলিশ-বিজিবি;

পরিবহন চালক; শ্রমিক-মজুর;

সাধারণ কর্মগামী ভাই-বোনেরা,

বাংলার ষোল কোটি জনগণ,

তোমরা যোদ্ধা কমরেড,

তোমরাই জামাত নামের

ভাইরাসের একমাত্র এন্টিবডি।

তোমরা শহীদুল্লাহ কায়সারের উত্তরসূরি,

তোমরা মুনীর চৌধুরীর উত্তরাধিকারী,

তোমরা সিরাজুদ্দীন হোসেনের অবতার;

তোমাদের জন্য শহীদের দরজা তাই।



চারটি দশক ধরে জন্মের সঠিক

ইতিহাস জানতাম না,

তিন যুগ ধরে নিজের পিতাকে ভুলে ছিলাম,

বিস্মৃত ছিলাম জন্মের পর

প্রথম ধ্বনি : "জয় বাংলা"।

আজ মুক্ত হয়েছে মাটি,

মুক্ত হয়েছে কন্ঠ,

নির্নিমিখ হয়েছে চোখ।

আমারা দু'হাত তুলে গলা ফাটিয়ে

স্লোগান দিতে পারি,

না খুঁড়িয়ে সবল দু'পায়ে মিছিল করতে পারি,

সারা রাত জেগে থেকে পতাকা ওড়াতে পারি।

আমারা মহর্ষি রাজ্জাকের ছাত্র,

মহাত্মা ছফার শিষ্য,

জাহানারা ইমামের সন্তান।

রুদ্র শহীদুল্লাহ'র নামে প্রতিজ্ঞা,

চেতনার ধুপ জ্বেলে তাড়াবো পুরনো শকুন;

শামসুর রাহমানের নামে অঙ্গীকার,

উদ্ভট উটের পিঠে স্বদেশকে চড়তে দেব না ফের ।



সহযোদ্ধা বাঙালিরা, তোমরা কি ভুলে গেছো,

এই একই শপথ নিয়েছিলে আমাদের সাথে?

মনে কি পড়ে না, তোমরাও বেঁধে নিয়েছিলে

লাল-সবুজ কাপড়খানি তোমাদের কপালে

ধর্ষক-বর্বরদের ফাঁসির দাবিতে?

তবে আজ রাজপথে শুয়ে কেনো

ক্ষত-বিক্ষত, রক্তাক্ত তোমরা?

বিকৃত-অপরিচিত কেনো উদ্ভাসিত

এক-একটি চেনা মুখ?



বেশ, তবে তাই হোক,

ঘুমাও শান্তিতে।

আমরা ঘুমাবো না;

তোমাদের রক্তের শপথ,

নীরব সময়ের শপথ,

প্রজ্জ্বলিত মোমের শপথ,

আমরা জেগে রবো।

আমরা কাঁদবো না,

উচ্চারণ শুধু এই ধনুর্ভঙ্গপণ :

তোমরাই হবে বাংলার পবিত্র সোনালি

মাটিতে ধর্মব্যবসায়ী মহাজনের

আখেরী শিকার।

কসম শাহবাগের,

ঘরে ফিরবো না যতদিন

বাকি থাকে একটিও বিষাক্ত কুৎসিত ঘাতক।



২৬/০২/১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.