নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী নিয়াজ

কাজী নিয়াজ › বিস্তারিত পোস্টঃ

মতাদর্শের শক্তি

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯

ভুলিয়া গেলে চলিবেনা, মতাদর্শ হইতে বড় আর কিছু নাই, আর কোনো কিছুই মানুষের উপর ইহার চেয়ে অধিক দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করিতে পারে না। ইহার দ্বারা সাম্রাজ্য প্রতিষ্ঠা ও রক্ষা করা চলে, ক্রুসেড ও জিহাদে দলে দলে লোক জড়াইয়া ফেলা যায়, মহাযুদ্ধও বাঁধাইয়া দেওয়া গিয়াছে। আবার এই মতাদর্শই বিপ্লব ঘটাইয়াছে, পুরাতন ব্যবস্থাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করিয়াছে, নিপীড়িত-পরাধীন জাতিসমূহকে আলোর পথ দেখাইয়াছে। টাকা দিয়া মানুষ ক্রয় করা হয়ত যায় ঠিকই, কিন্তু তাহারা আরও বেশি দামে অন্যত্র বিক্রয়ও হইয়া যাইতে পারে। কিন্তু মতাদর্শের চেতনা কখনো বিক্রয় হয় না। কিছু লোক কিছু সময়ের জন্য বিক্রি হইতে পারে, কিছু লোক সর্বসময়ের জন্য বিক্রি হইতে পারে, কিন্তু সমস্ত লোক তামাম সময়ের জন্য বিক্রি হইতে পারে না কখনো। গুলি ছুড়িয়া সমস্যা হয়তো বাঁধানো যাইতে পারে, কিন্তু সর্বদা গুলি চালাইয়া সমস্যার সমাধান নাও হইতে পারে। প্রতি পাঁচ বতসর পর পর জলপাই রঙের ট্রাকের সহায়তায় কেবলমাত্র আরও পাঁচ বতসরের লাগিয়া গৃহযুদ্ধ পিছাইয়া দেওয়ার এই জোড়াতালি দেওয়া ব্যবস্থা আর চলিতে পারে না। ইহার সাক্ষাত ও মোক্ষম প্রতিকার একান্ত প্রয়োজন। যে মুশকিলের শুরু মতাদর্শ হইতে, ভিন্নতর এবং আরও শক্তিশালী ও উন্নত কোনো মতাদর্শ দ্বারাই শুদ্ধমাত্র তাহার মোকাবেলা করা যাইতে পারিবে।



০৭/০৩/১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.