নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী নিয়াজ

কাজী নিয়াজ › বিস্তারিত পোস্টঃ

মডারেট মুসলিম কমপ্লেক্স

০৯ ই মে, ২০১৩ রাত ৮:৫৩

মডারেট মুসলিম এক অদ্ভুত চিজ। এ বস্তু কাজীর গরুর মত, কেতাবে আছে গোয়ালে নেই। এই দেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান। কিন্তু, সত্যিকার ইনসাফ-ভিত্তিক যে ইসলাম, তা এদেশে বিন্দুমাত্র খুঁজে পাওয়া যাবে না। মুসলমানিত্ব আছে কেবল কিছু লোক দেখানো অসার আচারে। অর্থ্যাৎ, মুসলমানের দেশে ইসলাম কায়েম হল না। আবার, এ দেশের শ’য়ে আশি জন মানুষ সর্বহারা। কিন্তু, সর্বহারার শাসন—অর্থ্যাৎ কমিউনিজম—তাও এখানে কায়েম হবার নয়। তারা ধর্মহীন(!) বিধায় দুচ্ছেই করে তাড়াবার যোগ্য। এটাই হল মডারেট মুসলিমের সংকট। না পুরো মুসলমান, না পুরো মডারেট। না ঘর’কা না ঘাট’কা। অশ্ব-গাধাতে সংকর বিশেষ। এটাকেই বলা চলে ‘মডারেট মুসলিম কমপ্লেক্স’। সেই সাথে যদি বাঙলি—এই অবিচ্ছেদ্য উপাদনটি যোগ করেন, তা হলে তো কথাই নাই। বারুদের গুদাম মাঝে স্ফুলিঙ্গ যথা!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ রাত ১১:৩০

নাজ_সাদাত বলেছেন: ঠিক বলেছেন। এরা নিষিদ্ধ পল্লীর বাচ্ছাগুলোর মত।

২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

আম-আঁটির ভেঁপু বলেছেন: সত্যিকারের ইসলাম কোনটা- সেটা নিয়ে তর্কে যেতে চাই না। ইসলামের কোনো এবসোলিউট ফর্ম আছে কিনা- যেটা একটা জনগোষ্ঠীর আচার-ব্যবহার, সংস্কৃতি- সবকিছু ছকে বেঁধে দেয়- সেটাও জানিনা। তবে যদি থেকে থাকেও, সেটা কখনোই কোনো জনগোষ্ঠীই সম্পূর্ণভাবে গ্রহণ করবে না। পানির মধ্যে রং ঢাললে যেমন রংটা হালকা হয়ে যায়, ঠিক তেমনিভাবে একটা স্থানীয় সমাজে এলিয়েন ধর্ম মেশালে সেই ধর্ম অন্যান্য সাংস্কৃতিক উপাদানগুলোর সাথে মিলেমিশে একটা সহাবস্থান তৈরি করে নেয়। সে কারণেই ধর্ম কিছুটা 'মডারেট', কিছুটা 'মডিফাইড' হয়ে যায়। যে 'কমপ্লেক্স'এর কথা বলছিস- সেটা মধ্যবিত্ত কমপ্লেক্স। মধ্যবিত্তের এই একটা না, এরকম আরো হাজারো কমপ্লেক্স আছে। পৃথিবীর সব সমাজেই মধ্যবিত্তরা এসব কমপ্লেক্সে ভোগে, বিভিন্ন রূপে। একটা গ্রামের সাধারণ চাষা তার ধর্মও জানে, তার সংস্কৃতিও জানে, আদব-কায়দা-আচার-ব্যবহারও ওয়েল ডিফাইনড। সে কমপ্লেক্সে ভোগে না। সে হয়তো পাঁচ ওয়াক্ত মাথা ঠোকে, আবার যাত্রা-পালায় নাচগান শোনে, হয়তো বেশ্যাপল্লীতেও যায়। তার মধ্যে মুসলমান হওয়ার ভানও নাই, বাঙালি হওয়ার ভানও নাই। সে কোনো মরাল ডিলেমাতেও ভোগে না। মধ্যবিত্তের ভান অনেক। সৎ হবার ভান, ধার্মিক হবার ভান, দেশপ্রেমিক হবার ভান, নিরপেক্ষ হবার ভান, ইত্যাদি ইত্যাদি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.