নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মফস্বলের ব্লগার ......।

থিওরি

আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/

থিওরি › বিস্তারিত পোস্টঃ

বন্ধ সিমের অফার!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০

ফিরে আসলেই জামাই আদর! কিংবা ৫০০% বোনাস, দশ জিবি ইন্টারনেট সহ নানান চটকদার প্রচারণার মাধ্যমে মোবাইল অপারেটরগুলো বন্ধ সিম চালু করলে বিভিন্ন অফার দিয়ে আসছে।
এর ফলে ছাত্র সমাজ সহ সকল স্তরের মানুষ ৫-১০ টি করে সিম কিনে বন্ধ করে রাখছে। সিমগুলো শুধুমাত্র অফার এলে চালু করা হয়। অফার শেষে আবার বন্ধ করা হয় পরবর্তী অফারের অপেক্ষায়। এসব সিমের থাকে না কোন বৈধ কাগজপত্র!
সবচেয়ে ভয়ংকর তথ্যটি হল কাস্টমার কেয়ারের আড়ালে কিছু অসাধু কর্মকর্তা কিছু সিম চালু করে বন্ধ করে রাখে। অফার এলে এসব সিম চড়া দামে (দশ জিবি ইন্টারনেটের জন্য 300টাকা) বিক্রি করে। এসব সিম কিনতে লাগে না কোন পরিচয়পত্র। অসাধু ব্যাক্তিরা এসব সিম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যাবহার করে। ফলে পুলিশ পায় না আসল অপরাধীর হদিস।

সরকার এবং সচেতন নাগরিক সমাজের প্রতি অনুরোধ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবার জন্য।

আর মোবাইল অপারেটরদের বলব, যারা নিয়মিত গ্রাহক তাদের সুযোগ দিন।

ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ। সুচিন্তিত মতামত একান্ত কাম্য

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

এহসান সাবির বলেছেন: ভালো শেয়ার।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০

থিওরি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.