নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মফস্বলের ব্লগার ......।

থিওরি

আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/

থিওরি › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সেরা ২০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি নেই!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় গুলোর বিভিন্ন ইনডেক্স এর ভিত্তিতে র্যাংকিং করে থাকে। তেমনি একটি র্যাংকিং QS World University Rankings 2015 ১৫ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। এবং বিশ্বের সেরা ২০০০ ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি নেই। তবে তালিকায় ভারত ও পাকিস্তানেরের অনেকগুলো বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যার মধ্যে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু রয়েছে ১৪৭তম স্থানে এবং আইআইটি দিল্লি রয়েছে ১৭৯তম স্থানে।

যে ছয়টি সূচকের উপর র্যাংকিং করা হয়েছে :
1. Academic reputation (40%)
2. Employer reputation (10%)
3. Student-to-faculty ratio (20%)
4. Citations per faculty (20%)
5 & 6. International faculty ratio (5%) & international student ratio(5%)

র্যাংকিং এ শীর্ষেে অবস্থান করছে Massachusetts Institute of Technology ।

কেন সেরা ২০০০ ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটির নাম নেই?
মালোয়েশিয়ার আছে, ব্রাজিলের আছে, আর্জেন্টিনার আছে, কোরিয়ার আছে, তুরস্কের আছে, ভারতের আছে এমনকি রাজাকার রাষ্ট্র পাকিস্তানেরও একাধিক ইউনিভার্সিটি এই তালিকায় আছে।

আসুন এবার কারনগুলো দেখি। নোবেল বিজয়ী মালালা ইউসুফজাঈ আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেছেন। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে তাকে পরীক্ষা দিয়েই উত্তীর্ন হতে হবে, নোবেল কোটা কোন কাজে আসবে না। এখন আমাদের দেশের কথা চিন্তা করুন। উপজাতি কোটা, খেলোয়ার কোটা, মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, নারী কোটা। আমি। Employer Reputation কিভাবে হবে, যেখানে রাষ্টরের প্রথম শ্রেণীর জবে 55% কোটা!
বিদেশের ইউনিভার্সিটির লাইব্রেরীতে গেলে মনে হয় এটা গুরুস্তান, পিনপতন নীরবতায় সবাই যার যার পড়াশোণা করছে। আর আমাদের দেশের ইউনিভার্সিটি কী রকম সেটা নাহয় না-ই বললাম।

এবার আসি উচ্চশিক্ষায় গবেষণা প্রসংগে। বিদেশের ইউনিভার্সিটিগুলোতে গবেষণা খাতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয়। আর আমাদের ইউনিভার্সিটিগুলোতে এ খাতে কোন বরাদ্দ নেই। বুয়েটের মমতো একটা বিশ্ববিদ্যালয় বছরে মাত্র একটা গবেষণা সফল হয়! কারণ আমরা গরীব রাষ্ট্র?!
শিক্ষকদের অবস্থা দেখুন। ফাইভ পাশ করা কাউকে যদি প্রাইমারী স্কুলের টিচার বানানো হয় কিংবা এসএসসি পাশ করার পরদিনই যদি কাউকে হাইস্কুলের টিচার বানিয়ে দেওয়া হয়, অবস্থা কেমন হবে?বর্তমানে অনার্স শেষ করতেই অনেকে ইউনিভার্সিটির টিচার হয়ে পড়েন। না আছে কোন মৌলিক গবেষনাগ্রন্থ, বিশেষ প্রবন্ধ, না আছে প্রশিক্ষন!
আর ব্যাক্তিত্বহীনতা তো আছেই। এরা স্টুডেন্টদের কী শিখাবেন?
আর যারা অপেক্ষাকৃত ভালো তারা বিদেশ চলে যান।
রাজনীতি, টেন্ডারবাজি, হলদখল আর নাই বা বললাম।

সবচেয়ে বড় কথা হলো এ নিয়ে কারো মাথাব্যাথা নেই।
শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষাবিদরা এ নিয়ে চিন্তাই করেন না। দরিদ্র রাষ্ট্র হওয়ার পরও বুয়েন্স আয়ার্স কিংবা কায়েদে আজম ইউনিভার্সিটি পারলে আমরা পারবো না কেন?

ফেসবুকে কাউসার আলমের পোস্ট থেকে একটা জিনিস শেয়ার না করে পারছি না, ভুলে গেলে চলবে না,একটা দেশের উন্নতি জাতীয় সংগীত গাওয়া, ক্রিকেট খেলা কিংবা সুন্দরবনকে ভোট দেওয়ার উপর নির্ভর করে না, নির্ভর করে সে দেশের ইউনিভার্সিটির উপর।

জাতি হিসাবে আমরা অনেক এগিয়েছি। কেন উচ্চশিক্ষায় আরেকটু নয়?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: দারুণ একখান পোষ্ট। ধন্যবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

থিওরি বলেছেন: thank you http://www.somewhereinblog.net/blog/pramanik99

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

তাসজিদ বলেছেন: একটা দেশের উন্নতি জাতীয় সংগীত গাওয়া, ক্রিকেট খেলা কিংবা সুন্দরবনকে ভোট দেওয়ার উপর নির্ভর করে না, নির্ভর করে সে দেশের ইউনিভার্সিটির উপর।[/sb

সহমত।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

বিপরীত বাক বলেছেন: তবে বিদেশী বিশ্ববিদ্যালয়ে স্কলারচিপ, টাকা (বাপের,শ্বশুরের,) দিয়ে ভর্তি,, জালসনদ দিয়ে ভর্তির পরিমাণ দিয়ে ধরলে বাঙালদের দেশ ১/২ নম্বরে থাকার সম্ভাবনা প্রবল।।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

শামছুল ইসলাম বলেছেন: অসাধারণ পোষ্ট।
আশা করি থিওরি ভাইয়ের কাছ থেকে আগামীতে আরও তথ্য বহুল ভাল ভাল পোষ্ট পাব।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯

থিওরি বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাদের সহোযোগীতা পেলে অবশ্যই শত প্রতিকূলতা সত্বেও লিখব।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অন্য কোন মাধ্যমে প্রকাশিত কোন লেখা যদি কোন প্রকার কৃতজ্ঞতা বা তথ্য ঋণ ছাড়া প্রকাশ করেন, তাহলে তো সবাই ধরে নিবে, লেখাটি আপনি লিখেছেন। এটা কি ঠিক?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬

থিওরি বলেছেন: চুনোপুটি ব্লগাররা কোন পোস্ট দিলে সেটা যে কপি পেস্ট হবে সেটা ভাবা ঠিক নয়। হয়তো আপনার মতো প্রাচুর্যপূর্ণব্লগিং করি না, তাই বলে এতোটা অকৃতজ্ঞ নয় যে কারো প্রাপ্য স্বীকার করব না। আমার বিগত পোস্টগুলোতে যাদের সাহায্য নিয়েছি সবগুলোই উল্লেখ করেছি। আর এই পোস্টটিও একদিন ধরে লিখছি আর একজনের ফেসবুক থেকে তথ্য নিয়েছিতা তো স্বীকার করেছি। আর qs রাংকিং এর ওয়েবসাইট থেকে নিয়ামক গুলো নিয়েছি।
ব্লগিং করি তথ্য প্রচারের জন্য নিজের নাম ফুটানোর জন্য নয়।
আমার পোস্টের উদ্দেশ্য থাকে তথ্যটি সর্বোচ্চ সংখ্যক লোককে জানানো।
কেউ চাইলে আমার যে কোন লেখা যে কোন মাধ্যমে নিজের নামে, বাপ দাদার নামে প্রকাশ করতে পারে।
আমি মনে করি একজন প্রকৃত ব্লগার তার নাম ছড়ানোর চেয়ে তথ্যটি ছড়াতেই বেশি পছন্দ করেন, অন্তত যারা সমাজের কল্যাণে ব্লগিং করেন।

আপনার মতো একজন বিখ্যাত ব্লগারের মন্তব্য পেয়ে ভালো লাগল। অনেক ধন্যবাদ কাল্পনিক ভালবাসা।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

ধঅনের শীষ বলেছেন: আমাদের পেরাইভেট ইউনিভারসিটি এই তালিকায় স্হান পাওয়া উচিৎ ছিল।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

গোধুলী রঙ বলেছেন: আমরা বৈদেশে লাখে লাখে অদক্ষ শ্রমিক পাঠিয়ে তাদের কুকুরেরও অধম জীবন যাপন ছাপিয়ে পাঠানো যে রেমিটেন্স তাতেই তৃপ্তির ঢেকুর তুলছি, সমাজের নিন্ম শ্রেনীর অশিক্ষিত জনবল দিয়ে গার্মেন্টস রপ্তানিতে ২ নম্বর স্থান নিয়াই মহা সুখে দিন গুজরাইতেছি, আমাদের আর কি চাই।

এসবে হয়তো কিছু পয়সা আসতেছে, কিন্তু কতদিন যদি নিজেদের পথ নিজেরা তৈরী করে না নিতে পারি, কি হবে যদি মধ্যপ্রাচ্য গরীব হয়ে পড়ে? কি হবে যদি পশ্চিমা দেশ গুলোর বিলাসিতার টাকা না থাকে?? তবে না হবে অদক্ষ জনবল রপ্তানি না হবে পোষাক রপ্তানি।

দুনিয়ার নিয়ম হলো 'এক' গেলে 'আরেক' আসবে, আমাদের সেই সক্ষমতা কোনভাবেই নেই যে সেই 'আরেক' এর কাতারে দাড়ানোর। অর্জনের লক্ষ্যও নেই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১১

থিওরি বলেছেন: ইতিমধ্যেই আমরা অনেক বাজার হারিয়ে ফেলছি।
দুনিয়ার নিয়ম হলো 'এক' গেলে 'আরেক' আসবে, আমাদের সেই সক্ষমতা কোনভাবেই নেই যে সেই 'আরেক' এর কাতারে দাড়ানোর। অর্জনের লক্ষ্যও নেই।সহমত।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

থিওরি বলেছেন: ধন্যবাদ তাসজিদ।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

থিওরি বলেছেন: তা থাকবে। কিন্তু মেধার ভিত্তিতে ভর্তিও কিন্তু কম নয়।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

মোহাম্মদ জামিল বলেছেন: শিক্ষার গুনগত মান নিশ্চিত না হলে লিস্ট আসার সম্ভবনা থাকবে কোথাথেকে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

থিওরি বলেছেন: শিক্ষার গুনগত মান নিশ্চিত করা নিয়ে কারো কি কোন মাথাব্যথা আছে? বাংলাদেশে বাকৃবি , ঢাবি ছাড়া আর তেমন কোথাও কি কোন উচ্চতর গবেষণা হয়?
এখন সবাই বুঝে গেছে এসব করার চেয়ে দলবাজি করা অধিক লাভজনক।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০

কালীদাস বলেছেন: ৫হাজারের মধ্যে আছে কি? :P

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

থিওরি বলেছেন: থাকার তো কথা। Click This Link
সাধারণত 4000-5000 এর ভিতরেই বু্য়েট আর ঢাবি থাকে।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

হ্যাকার সাহেব বলেছেন: আমার পিছনের দিকে থেকে প্রথম হমু এটায় মনে হয় আমাদের চাওয়া ! :)
ধন্যবাদ তথ্য পূণ পোষ্ট করার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.