![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/
গ্রাম এলাকায় গেলে আমি সাদধারণত ফতোয়া টাইপের যে কোন কিছু থেকে দূরে থাকার চেষ্টা করি। তো গত শুক্রবার এরকম এক মসজিদে হুজুরের কিছু ফতোয়া শুনলাম। যার অনেক কিছুই ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক। এসব বিষয় নিয়ে শহর এলাকা হলে আপনি দু একটি কথা বলতে পারেন, কিনন্তু গ্রামে না। এসব হুজুর অনেকাংশে যেসব ইসলামি বই এর উপর নির্ভর করে তা প্রায়ই দলিল ব্যতিত নিজের মত লেখা। আর কোন কথা বলতে গেলেই চুল দাড়ি ধরে টানাটানি। তবে আশার আলোও আছে। আগের দিননের মতো এখন আর সবাই গড্ডালিকা প্রবাহে ভাসছে না। আধুনিকের পাশাপাশি ধর্মীয় ভাবেও সবাই শিখছে।
ও যে বিষয়ে বলছিলাম।
চলুন জানি ফতোয়া কি?
ফতোয়া বা ফাতওয়া (আরবি: ﻓﺘﻮﻯ ; বহুবচন ফাতাওয়া আরবি: ﻓﺘﺎﻭﻯ) হলো বিধান ও সমাধান, যা কোনো ঘটনা বা অবস্থার প্রেক্ষিতে ইসলামী শরীয়তের দলীলের আলোকে মুফতি বা ইসলামী আইন-বিশেষজ্ঞ প্রদান করে থাকেন।
যখন কোন ব্যক্তি সরাসরি কুরআন ও হাদিস কিংবা ফিকহে র আলোকে উদ্ভূত সমস্যার সমাধান বের করতে অপারগ হন তখন তিনি মুফতীর কাছে এই বিষয়ের সমাধান চান। এটিকে ইসলামের পরিভাষায় ইসতিফতা (আরবিকে: ﺍِﺳْﺘِﻔْﺘَﺎﺀ ) বলে। মুফতি তখন ইসলামী শরিআতের আলোকে সকল সমস্যার সমাধান জানিয়ে দেন। এই সমাধান প্রদান করাকে ইসলামের পরিভাষায় ইফতা (আরবীতে: ﺇِﻓْﺘَﺎﺀ ) বলে এবং প্রদত্ত সমাধান বা বিধানটিকে ফতোয়া বলে। [উইকিপিডিয়া]
আমাদের দেশে ফতোয়া!
আমাদের দেশে আমরা সবাই ফতোয়া দিতে চেষ্টা করি। এমনকি সাধারণ মাসয়ালা গুলোকেও ফতোয়া আখ্যা দিয়ে এক শ্রেণীর উলামারি বিতর্কেরর জন্ম দেন।
শুধুমাত্র স্বীকৃত মুফতি, ফকিহ, যার ইসলামী আইনশাস্ত সম্পর্কে বিশদ নলেজ আছে তিনিই ফতোয়া দিতে পারবেন।
আমার জানামতে ইসলামি ফাউন্ডেশন নির্ধারিত সকল শহরেই ফকীহ আছেন।
আমাদের যদি কোন মাসয়ালা একান্তই বলার প্রয়োজন হয় তাহলে উদৃতি দিয়ে বলা যেতে পারে। যেভাবে সাহাবীগণ হতে তাবেয়ীগণ হাদীস বর্ণনা করেছেন।
ফতোয়া নিয়ে আমাদের দেশে অনেক তিক্ত ইতিহাস আছে।
অর্ধশিক্ষিত বা প্রায় অশিক্ষিত গ্রাম্য মৌলভীরাও ফতোয়া জারি করে অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তরুণীকে ১০১ ঘা
দোররা মারার ঘটনা, তালাক নিয়ে স্বার্থসসিদ্ধি সহ অনেক ঘটনাই আমরা পত্রিকার পাতায় দেখেছি।
আশা করি এক পরজন্ম পরে আর এসব থাকবে না, ইনশাআল্ল্হ।
©somewhere in net ltd.