নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো টুকরো স্বপ্নমালা।

আমি পথিক

পথিক মানিক

সময় ফুরিয়ে যাবে একদিন। চলে যাওয়ার আগে রেখে যেতে চাই পদচিহ্ন এই পৃথিবীর বুকে। একদিন আমি ও ছিলাম তোমাদের লোক হয়ে......।

পথিক মানিক › বিস্তারিত পোস্টঃ

এনাম মেডিকেলে জরুরী ভিত্তিতে ব্যথানাশক ওষুধের প্রয়োজন....

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

এনাম মেডিকেলে জরুরী ভিত্তিতে ব্যথানাশক ওষুধের প্রয়োজন হয়ে পড়েছে। নিচতলার ১০৯ নম্বর রুমে ওষুধ গ্রহণ করা হবে। তাই যারা ওষুধ দিয়ে রানা প্লাজায় আহতদের চিকিৎসায় এগিয়ে আসতে চান তাদেরকে অনুরোধ করছি যোগাযোগ করতে। এছাড়া মাস্ক, গ্লাবস, সুই, কটন, ব্লেডেরও সংকট দেখা দিয়েছে।



আপাতত আর রক্তের দরকার নেই। পর্যাপ্ত রক্ত সংগ্রহে রয়েছে। কিন্তু রোগীদের জন্য এবং রোগীর দেখভালে যারা আছেন তাদের জন্য শুকনো জাতীয় খাবারের সংকট হচ্ছে। রুটি, ঠান্ডা পানীয় এবং পানির সংকটও দেখা দিয়েছে।



লাজ ফার্মায় ওষুধের স্টক শেষ। মিটফোর্ড হাসপাতালের আশে পাশে প্রচুর ফার্মেসি আছে, খোঁজ নিয়ে দেখতে পারেন। এছাড়া বাংলাদেশ অক্সিজেন কর্পোরেশনে যোগাযোগ করতে পারেন; যোগাযোগের ঠিকানা- ২৮৫, তেজগাঁও শিল্প এলাকা; ফোন- ০২ ৮৮৭০৩২২।



এই মুহুর্তে জরুরী দরকার:

১) অক্সিজেন স্প্রে- ৭৫০ টাকা।

২) টর্চ - চার্জার টর্চ নয়, ব্যাটারি টর্চ। নতুন কেনা চার্জার টর্চ ৫-১৫ মিনিটের বেশি টেকে না চার্জের অভাবে।

৩) জুস - আটকে পরা কেউ আর স্যালাইন / বিস্কুট খেতে চাচ্ছে না।

৪) মেডিকেল গ্লোভস - ৭ ইঞ্চি

৫) মাস্ক - গন্ধের জন্যে স্বেচ্ছাসেবকরা কাজ করতে পারছেন না। প্রচুর মাস্ক দরকার।

৬) ছোট প্যাকেটের বিস্কুট।

৭) এনাম মেডিকেল কলেজে দরকার প্রচুর পানি।

৮) চিকিৎসার জন্য যা প্রয়োজন:

ক) Inj. Ceftriaxone - ১ মিলিগ্রাম ১৮০ টাকা. ২ মিলিগ্রাম ৩০০ টাকা।

খ) Inj. Ketorolac - ৫৫টাকা।

গ) Inj. Omeprazole - ৭০ টাকা।

ঘ) Inj. TT - ৬০ টাকা।

ঙ) Inj. TIG - ১০২৩ টাকা।

চ) IV Saline - ২৫০ মি.লি ৪৭ টাকা, ৫০০ মি.লি ৭০ টাকা।

ছ) IV Hartman Solution - ৬০ টাকা।

জ) Thread Silk - অপারেশনে প্রয়োজন ১০ মিটারের রোলের দাম ৫০ টাকা।

ঝ) ব্যান্ডেজ, তুলা, গজ ডেটল।



***এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল বেসরকারী হওয়া সত্বেও বিনা অর্থে জটিল অপারেশন সহ যে পরিমাণ সহায়তা দিচ্ছে তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, সকল চিকিৎসক, শিক্ষার্থী ও সেবিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জনাচ্ছি।



তথ্যের জন্য ফোন করুন 01779012817 নম্বর এ। আমাদের নেক্সট গাড়ি যাবে সন্ধ্যা ৭ টার মধ্যে। অসংখ্য ধন্যবাদ।" Iresh Zaker



যারা পারবেন তারা উক্ত নাম্বারে ফোন করুন, সম্ভব না হলে পোস্টটি শেয়ার করুন নিজের স্ট্যাটাসে, বিভিন্ন বাংলা পেইজে ও গ্রুপে, যেন অন্য কেউ এটি দেখে এগিয়ে আসে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.