![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু বিভ্রান্তি এমন যে আপনি বুঝতেই পারবেন না আপনি এর শিকার। প্রেম এমন ই একটা বিভ্রান্তি। আবার সমুদ্রের নীল ও একই। যখন বুঝবেন তখন আপনি ডুবে গেছেন।
-জাহাজি?? বল ত বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার ক্যারিয়ারের নাম কি??
-এটা ত গুগল করলেই হয়।
এমন প্রশ্নও কেউ করে না আর তাই গুগল ও করা হয় না। কিন্তু ব্লগ পড়ার সুবাদে এমন তথ্যবহুল পোস্ট আপনি পেতেই পারেন।
সবচে বড় কন্টেইনার শিপের মালিকানা পাওয়ার গর্ব নিয়ে একরকম ঠাণ্ডা যুদ্ধই চলছে বলা যায় CMA CGM আর MAERSK LINE এর মধ্যে। অবশ্য বড় কন্টেইনারবাহী জাহাজের মালিকানার খেতাব আগে MSC, OOCL, CSCL , OOCL এমনকি HAPAG LLOYD এর কাছেও ছিল।
২০০৬ সালে দৃশ্যপটে আসে MAERSK LINE তাদের জাহাজ EMMA MAERSK এর মাধ্যমে। Odense Steel Shipyard এর তৈরি এই জাহাজটির ডেডওয়েট ছিল 158,200 টন। মোট ১৪,৭৭০ টি TEU কন্টেইনার বহনের সক্ষমতা নিয়ে জাহাজটির দৈর্ঘ্য ছিল ৩৯৭.৭১ মিটার আর প্রস্থে ৫৬.৪ মিটার। ইঞ্জিনিয়ারদের জন্য গুরত্বপূর্ণ তথ্য হল এটি বিশ্বের প্রথম ১৪ সিলিন্ডার ইন লাইন ইঞ্জিন Wärtsilä 14RT-flex96C দ্বারা পরিচালিত ছিল যার ক্ষমতা 80,080kW এবং আরপিএম 102। জাহাজটির সার্ভিস স্পীড ২৫.২ নট। বর্তমান RANK#3. পথে দেখা হলে হাই দিতে ভুলবেন না।
২০১২ সালের নভেম্বর এ তোলপাড় করে CMA CGM তাদের নতুন জাহাজ CMA CGM MARCO POLO দিয়ে যা তৈরি করে Daewoo Shipbuilding and Marine Engineering (DSME)। এই জাহাজের দুইটি সিস্টার শিপ CMA CGM Alexander Von Humbolt এবং CMA CGM Jules Verne ২০১৩ সাল থেকে কাজে নেমে পড়ে। দৈর্ঘ্য ৩৯৬ মিটার আর প্রস্থে এরা ৫৪ মিটার। কন্টেইনার ধারন ক্ষমতা 16,020 TEU এবং Wärtsilä 14RT-flex96C ইঞ্জিন দ্বারা পরিচালিত।
হারানো গৌরব পুনরুদ্ধারেই যেন নামে MAERSK LINE. তৈরি করে MARY MAERSK. বিশ্ব রেকর্ড গড়া 17603 টি কন্টেইনার নিয়ে চলতি বছরের 21 July প্রথম ভয়েজ শুরু করে Algeciras, Spain থেকে Tanjung Pelepas, Malaysia এর উদ্দেশ্যে। মজার ব্যপার হল এটি জাহাজটির সর্বোচ্চ ধারন ক্ষমতা নয় যা তাকে বিশ্বের সবচেয়ে বড় জাহাজের তকমা দিয়েছে। পোর্টের কড়াকড়ির কারনে 18,270 TEU এর জাহাজটিকে 17,603 টি কন্টেইনার নিতে হয়। এই জাহাজটি ও তৈরি করে দক্ষিন কোরিয়ার Daewoo Shipbuilding and Marine Engineering (DSME)। অবিশ্বাস্য ১৬৫০০০ টন ডেডওয়েট আর ৪০০ মিটার দৈর্ঘ্য, ৫৯ মিটার প্রস্থ আর ১৪.৫ মিটার ড্রাফ্ট নিয়ে MARY MAERSK এখন সবচেয়ে বড়। তবে DSME এরকম আরও ২০ টি জাহাজ তৈরির কাজ করছে। এর ইঞ্জিনের ক্ষমতা 30000kW সার্ভিস স্পীড ও তাই মাত্র ১৭.৫ নট। তবে ধারন ক্ষমতার হিসেবে সে বহন করতে পারবে ৮৫৪ মিলিওন কলা
দেখা যাক MARY MAERSK কে টলাতে কে আসে? MAERSK LINE নিজেই, CMA CGM নাকি অন্য কেউ????
কিছু প্রাসঙ্গিক ব্যাখ্যা যা সাধারনভাবে বুঝার সুবিধার্থে পরে যোগ করে দিয়েছিঃ
dead weight:
একদম ক্লিয়ার করে বললে এটি হচ্ছে জাহাজের ধারন ক্ষমতা।
আর্কিমিডিস শিখিয়েছিলেন বস্তুর অপসারিত পানির ওজন বস্তুর ওজনের সমান। সেই হিসেবে একটি ফুল লোডেড জাহাজ দ্বারা অপসারিত পানির ওজন থেকে ওই খালি জাহাজের অপসারিত পানির ওজন বাদ দিলে যা থাকে তাই dead weight। বুঝলেন কি??
TEU:
ফুল ফর্ম হচ্ছে TWENTY FEET EQUIVALENT UNIT.
এটি হচ্ছে কন্টেইনারবাহী জাহাজের ধারন ক্ষমতার একক। একেকটি TEU কন্টেইনারের দৈর্ঘ্য ২০ ফীট, প্রস্থ ৮ ফীট আর উচ্চতা ৮ ফীট ৬ ইঞ্চি।
রাস্তায় চলতে আপনি এরকম বা এর চেয়ে বড় আকারের কন্টেইনারও দেখতে পারেন। বড় আকারের গুলো হচ্ছে FEU অর্থাৎ FORTY FEET EQUIVALENT UNIT, ওগুলার শুধু দৈর্ঘ্য ৪০ ফীট বাকি ডাইমেনশন একই।
নটঃ
নট হচ্ছে সমুদ্র পথের গতির একক। নটিক্যাল মাইল/ ঘণ্টা।
১ নটিক্যাল মাইল= ১.৮৫২ কিলো মিটার।
আসছেঃ সবচেয়ে বড় ট্যাংকার, বাল্ক, কার ক্যারিয়ার এবং অন্যরা।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭
স্বপ্নসমুদ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এই ছোট ছোট ভাললাগার প্রকাশ গুলো নতুন কিছু লেখার উৎসাহ যোগায়। ভালো থাকবেন।
২| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৮
শুভ্র গাঙচিল বলেছেন: সুন্দর পোস্ট।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৮
স্বপ্নসমুদ্র বলেছেন: অনেক ধন্যবাদ শুভ্র গাংচিল।
৩| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৩
মৃদুল শ্রাবন বলেছেন: দীর্ঘ বিরতির পরে ব্লগে আসলেন। স্বাগতম।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০০
স্বপ্নসমুদ্র বলেছেন: হা হা! বিরতি ত নিতেই হয়। সত্যি কথা হচ্ছে অনেকদিন ব্লগে আসাও হচ্ছিল না। কারন তো কিছু জানেন ই।
৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৮
মামুন রশিদ বলেছেন: নতুন কিছু জানলাম ।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩
স্বপ্নসমুদ্র বলেছেন: জানাতে পেরেও ভালো লাগছে। কেমন আছেন?
৫| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৮
এহসান সাবির বলেছেন: আসছেঃ সবচেয়ে বড় ট্যাংকার, বাল্ক, কার ক্যারিয়ার এবং অন্যরা
আসুক........
+++++
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০২
স্বপ্নসমুদ্র বলেছেন: আসবে। একে একে। সবাই একসাথে আসলে তো জায়গা হবে না ব্লগে।
৬| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০
ব্ল্যাক পাইরেট বলেছেন: ভাল লাগলো ...
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩
স্বপ্নসমুদ্র বলেছেন: ওমাগো নিক দেইখা ত ভয় খাইছি ভাই। ধুরু! ভালো লাগার জন্য ধন্যবাদ।
৭| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪২
আমি তুমি আমরা বলেছেন: সুন্দর পোস্ট।
জানতে চাই,
-dead weight কি?
-TEU কি?
-নট আর মাইলের মধ্যে কি সম্পর্ক?
গুগল করে নিলেই পারতাম।তবুও আপনার কাছেই জানতে চাইলাম।
সামনের পোস্টগুলোর অপেক্ষায় রইলাম।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯
স্বপ্নসমুদ্র বলেছেন: কৌতূহলী মনের প্রশ্ন গুলো ভালো লাগছে।
dead weight:
একদম ক্লিয়ার করে বললে এটি হচ্ছে জাহাজের ধারন ক্ষমতা।
আর্কিমিডিস শিখিয়েছিলেন বস্তুর অপসারিত পানির ওজন বস্তুর ওজনের সমান। সেই হিসেবে একটি ফুল লোডেড জাহাজ দ্বারা অপসারিত পানির ওজন থেকে ওই খালি জাহাজের অপসারিত পানির ওজন বাদ দিলে যা থাকে তাই dead weight। বুঝলেন কি??
TEU:
ফুল ফর্ম হচ্ছে TWENTY FEET EQUIVALENT UNIT.
এটি হচ্ছে কন্টেইনারবাহী জাহাজের ধারন ক্ষমতার একক। একেকটি TEU কন্টেইনারের দৈর্ঘ্য ২০ ফীট, প্রস্থ ৮ ফীট আর উচ্চতা ৮ ফীট ৬ ইঞ্চি।
রাস্তায় চলতে আপনি এরকম বা এর চেয়ে বড় আকারের কন্টেইনারও দেখতে পারেন। বড় আকারের গুলো হচ্ছে FEU অর্থাৎ FORTY FEET EQUIVALENT UNIT, ওগুলার শুধু দৈর্ঘ্য ৪০ ফীট বাকি ডাইমেনশন একই।
নট আর মাইলের মধ্যে সম্পর্কঃ
নট হচ্ছে সমুদ্র পথের গতির একক। নটিক্যাল মাইল/ ঘণ্টা।
আর মাইল তো স্থলপথে দুরত্বের একক।
সম্পর্ক তাই কিছুই না। তবে ১ নটিক্যাল মাইল= ১.১৫০৮ মাইল।
৮| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট চলুক +
শুভেচ্ছা
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০
স্বপ্নসমুদ্র বলেছেন: চলবে। ধন্যবাদ।
৯| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৮
সোহানী বলেছেন: কি যে কঠিন ভাষায় জাহাজের তথ্য উপাত্ত দিলেন মাথা মুন্ডু কিছুই বুঝি নাই। পরের পোস্টে আমার মতো আবুলদের কথা চিন্তা করে সহজ ভাষায় দিয়েন !!!
পোস্টে অবশ্যই +++++
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৪
স্বপ্নসমুদ্র বলেছেন: আয়হায়রে। কেনু বুঝেন নাই। কেনু? কেনু? কেনু??
পরের পোস্ট টা সহজ করেই দিলাম। দেখেন তো বুঝেন নাকি। না বুঝেই প্লাস দিলেন যে। প্লিজ বুঝেই দেন।
ধন্যবাদ।
১০| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার পোস্ট। ++++
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৪
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ।
১১| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮
আহসানের ব্লগ বলেছেন: +++
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৫
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১২| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
সুমন কর বলেছেন: অাপনার নিক এবং এ পোস্টের মধ্যে দারুণ মিল।
সমুদ্রে জাহাজ থাকবে সেটাই স্বাভাবিক।
অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০
স্বপ্নসমুদ্র বলেছেন: হা হা! আমার পেশাটাও সমুদ্রে। তাই নিক এমন। আর একজন সমুদ্রচারী তার জগত নিয়েই লিখবে। স্বাভাবিক। ব্লগে স্বাগতম। আবার আসবেন।
১৩| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
আবু শাকিল বলেছেন: ভাল লাগল ভ্রাতা
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। পরের পর্ব গুলোও পড়ার আমন্ত্রন।
১৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
বশর সিদ্দিকী বলেছেন: দারুন। আমার সবসময়ই এই লেখাগুলো ভালো লাগে।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৬
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ। উৎসাহ পেলাম।
১৫| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
কলমের কালি শেষ বলেছেন: যাক একটু জ্ঞানী হওয়া গেল ।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৮
স্বপ্নসমুদ্র বলেছেন: হে হে! আপনার জ্ঞান পুকুরে এক ফোঁটা শিশির দিলাম। লেইখা রাইখেন।
১৬| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬
ইলি বিডি বলেছেন: নতুন কিছু জানলাম ।+++
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৮
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ।
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২১
পাজল্ড ডক বলেছেন: চলুক!
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫০
স্বপ্নসমুদ্র বলেছেন: মহাসমারোহে চলছে!
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮
নাসরিন চৌধুরী বলেছেন: অনেক শব্দের মিনিংসই বুঝিনি। নিচে এগুলোর ব্যাখ্যা থাকলে ভাল হত।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮
স্বপ্নসমুদ্র বলেছেন: ব্যাখ্যা যোগ করে দিলাম। তাও যদি কিছু বুঝতে বাকি থাকে জিজ্ঞেস করবেন। পড়েছেন ধৈর্য্য নিয়ে তাই অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার পোস্ট।
পোস্টে প্রথম ভালো লাগা।