নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত পাঠক

অদ্ভুত পাঠক › বিস্তারিত পোস্টঃ

কতই রঙ্গ দেখি দুনিয়ায়

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

'হীরক রাজার দেশে' আমার জীবনে দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে অন্যতম। ছোট বেলায় প্রথম যখন সিনেমাটা দেখতে বসেছিলাম তখন মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে বসেছিলাম যে ছোটদের জন্য নির্মিত মজার সিনেমা দেখবো বলে । দেখেও ছিলাম ... খুব মজাও পেয়েছিলাম। উঠতে বসতে তখন মুখে ছিলো -



'দড়ি ধরে মারো টান

রাজা হবে খান খান'



হাটি হাটি পা পা করে বড় হয়ে যখন সিনেমাটা আবার দেখলাম, একটা ভীষন রকমের ধাক্কা খেলাম। অবাক হয়ে আবিষ্কার করলাম - এটা তো মোটেই ছোটদের সিনেমা নয় ! প্রচন্ত রকমের রাজনৈতিক সিনেমা। সব সময় আধুনিক এবং সব কালের সব শাসকদের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। ঠিক সেদিন থেকেই সিনেমাটার প্রেমে পড়ে যাই।



হীরক রাজার দেশে বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পরিচালিত একটি জনপ্রিয় চলচ্চিত্র। রুপকের আশ্রয় নিয়ে চলচ্চিত্রটিতে কিছু ধ্রুব সত্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি গুপী গাইন বাঘা বাইন সিরিজের একটি চলচ্চিত্র। এর একটি বিশেষ দিক হচ্ছে মূল শিল্পীদের সকল সংলাপ ছড়ার আকারে করা হয়েছে। তবে কেবল একটি চরিত্র ছড়ার ভাষায় কথা বলেননি। তিনি হলেন শিক্ষক। এ দ্বারা বোঝানো হয়েছে একমাত্র শিক্ষক মুক্ত চিন্তার অধিকারী, বাদবাকি সবার চিন্তাই নির্দিষ্ট পরিসরে আবদ্ধ।



"কতই রঙ্গ দেখি দুনিয়ায়

ও ভাইরে ও ভাই

কতই রঙ্গ দেখি দুনিয়ায়



আমি যেই দিকেতে চাই

দেখে অবাক বনে যাই

আমি অর্থ কোন খুঁজে নাহি পাই রে

ও ভাই অর্থ কোন খুঁজে নাহি পাই রে

ভাইরে ভাইরে

আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়



দেখ ভাল জনে রইলো ভাঙ্গা ঘরে

মন্দ যে সে সিংহাসনে চড়ে

ও ভাই সোনার ফসল ফলায় যে তার

দুই বেলা জোটে না আহার

হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই

ও ভাই হিরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই

ও তার কানাকড়ি নাই

ওরে ভাইরে ভাইরে

কতই রঙ্গ দেখি দুনিয়ায়"

...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

বোকামন বলেছেন: রুপকের আশ্রয় নিয়ে চলচ্চিত্রটিতে কিছু ধ্রুব সত্য ফুটিয়ে তোলা হয়েছে

ভালো বলেছেন ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.