![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কথা রাখেনি,রাখলনা
(খালেদ পাভেল)
রন্য মামা বলেসিল এইবার একটু টানাটানি সামনের বার আসিস তোঁকে শহরের সবচেয়ে বড় হোটেল এ খাওয়াবো
জানিস সামনের বার প্রতি ঘর থেকে একজন চাকরি পাবে
তখন কি আর আমি বেকার থাকব,মামা আমার বছর চারেক পরে এখনও বেকার,সেই চাকরি তার আজো জোটে নি
মামা খাওয়ানোর কথা রাখেনি, রাখলনা
গেলবার জলিল চাচার বাড়িতে গিয়ে দেখি,খুব কষ্টে তারা আছে আমাকে দেখে মুচকি হেসে বলেছিল ,সুদিন সামনেই অর্ধ কুড়ি টাকা কেজি চালের দিন আসতেছে,তখন তোঁকে চালের পিঠা করে খাওয়াবো ,আমাকে এইবার দেখে মুখ লুকাল চাঁচা , এই লাগামহীন দ্রব্য মূল্যর সাথে টিকে থাকতে পারছে না সে
আমাকে পিঠা খাওয়ানোর কথা রাখেনি,রাখলনা
রহিম চাচা রশিক মানুষ ,আমাকে গতবার বলল কোটিপতি হয়ে যাচ্ছি রে,এই যে দেকচিস সব কমদামি জমি। একবার খালি পদ্মা সেতুটা হতে দে,এগুলো সব স্বর্ণ হয়ে জাবে,তকে আর বাস এ যেতে হবে না বিলাতি হণ্ডা কিনে দিব ,কিছুদিন আগেই
চাচার কাছে সুনলাম আবুল নামের এক আবাল নাকি ,সব নষ্ট করে দিল।তাই তার মাটি নাকি স্বর্ণ হলনা
আমি আজো বাস এ যাই
চাচা কথা রাখেনি,রাখলনা
জাবের ভাই সিস্টেম করেছিল বেশকিছু মালপানি খরচ করে, ট্রেন এ
নাকি এবার চাকরি পাবেই।আর পেলেই আমি পাব দামি হ্যান্ড সেট,ভাই এর সাথে দেখা হতেই চিৎকার ,বলল কালো বিড়াল তাও ভালই ছিল ,কালো খাটাশ টাই তার সর্বনাশ করল
আমি আজো সেই নোকিয়া ১২০০ সেট নিয়েই ঘুরি
ভাইও কথা রাখেনি ,রাখলনা
প্রিয়তমা দেশ ছেড়ে চলে গিয়েছে , বলেছিল ফিরে আসবে
একদিন তাকে বলি কবে আসবে ?
বলে ওই দেশ এ নাকি মানুশ উধাও হয়ে যায়,মেঘ এর চোখ থেকে পানি ঝরে মৃত দুটি প্রিয় জোড়া পাখি দেখে,তবুও নাকি কিছু হয়না,ফেলানি ঝুলে থাকে বাদুরের মত সীমান্তে ,কেউ নাকি কিছু কয়না ,অমন দেশে কি ফিরে আসা যায়?
আমি আজো একা পরে আছি
প্রিয়তমা কথা রাখেনি,রাখলনা
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
শাহিন বলেছেন: ভালো লেগেছে তবে অন্যকে অনুকরণ করে নয় নিজেকে নিজে অনুকরণ করুন । শুভেচ্ছা ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
খালেদ পাভেল বলেছেন: Thanks
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
খালেদ পাভেল বলেছেন: Hmm,chesta korbo
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
লক্ষ্যহীন বলেছেন: ভাল হইছে
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
খালেদ পাভেল বলেছেন: ধন্যবাদ
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
খালেদ পাভেল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
শাহজাহান মুনির বলেছেন: প্রিয়তে নিলাম। ভাল লাগলো।++++