![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিপিবি বাসদ এর আজকের সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন..রাজাকার দের ফাসি দিতে যদি আওয়ামী সরকার ভয় পায় ।তাহলে তারা ক্ষমতা ছেড়ে দিক , সিপিবি বাসদ ক্ষমতায় গিয়ে তাদের ফাসি দিবে এবং তাদের রাজনীতি নিষিদ্ব করবে ।
কিন্তু আওয়ামী চরিত্র সবাই বুঝে গেছে । এই শাহবাগ আন্দোলন গড়ে তুলেছে কিছু ব্লগার ও বাম মোর্চা সংগঠন গুলো ।তারা দাবি নিয়ে এসেছিল আওয়ামী+জামাত এর আতাত এর বিরুদ্বে এবং ট্রাইবুনালের রায়ের বিরুদ্বে ।
আওয়ামিলীগের আতাত ও মুনাফেকির উদাহরন -হঠা ত করে আওয়ামীলীগের মারমুখি প্রশাসন পুলিশ লীগ বাহীনি জামাত শিবিরের কাছ থেকে ফুল নিল । সে যে কত জাতের ফুল গোলাপ ফুল,রজনী গন্ধা,ফুলের তোড়া ইত্যাদি এবং স্লোগান দিল পুলিশ শিবির ভাই ভাই ।
খেয়াল করে দেখেন কত বড় ভাওতাবাজি এখন ও করতেছে ,প্রজন্ম চত্তরে তরুন সমাজ রাজাকারের ফাসির দাবি করতেছে, সাধারন জনগন হিসাবে তারা সে দাবি সরকারের কাছে করতেই পারে ।কিন্তু সেখানে সরকারের বিভিন্ন র্পযায়ের লোক এসে সেই দাবি কে স্বাগত জানিয়ে তারা ও বিচার দাবি করতেছে ।কিন্তু কার কাছে তাদের এই দাবি ।
এই ট্রাইবুনাল এই প্রসিকিউটর তো বিরুধীদল গঠন করে নাই । যে সরকার বলবে এটা মানি না ।অথচ রায়ের পরে অনেক জায়গায় আনন্দ মিছিল হল, অনেক নেতা সাধুবাদ জানাল, মিষ্টি খাওয়া হল অনেক জায়গাতে । আবার যখন দেখল বাম মোর্চা ও ব্লগার রা আন্দোলন জমিয়ে তুলছে ,সাধারন মানুষ তাদের আতাতের গন্ধ পেয়ে মাঠে নেমে এসেছে ।ঠিক তখনই বেহায়ার মত এসে বলতেছে নিজের ট্রাইবুনালের রায় তারা নিজেরাই মানেনা । কত বড় ধোকাবজি করতেছে জাতির সাথে ।
ব্লগার রাজিব হত্যা নিয়ে ও রাজনীতি শুরু করছে সরকার, রাজিবের সহযোদ্বারা দাবি করছে এটা জামাত শিবির করেছে, এদের ফাসি চাই বিচার চাই । তারা দাবি তুলতে পারে । কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলে ফেললেন এটা জামাত শিবির করেছে ।এদের রাজনীতি করার অধিকার ।যখন প্রধান মন্ত্রী এরকম কথা বলেন তখন এই হত্যার তদন্ত অবশ্যই সঠিক ভাবে করা যাবেনা ।
এখানে প্রশ্ন উঠার কারন যেখানে মামলায় তার বাপের সন্দেহ অন্য দিকে, যেখানে লাশের হাতের মোটায় চুলের অংশ পাওয়া গেল ।তাছাড়া পত্রিকাতে আরও নানা রকম তথ্য বের হয়ে আসছে ।
শাহবাগ নিয়ে একটা মূল কথা.. তরুন প্রজন্মের দাবী যা, সরকারের দাবি ও তা ,,তাহলে এই দাবী পূরন করবে কে ?
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
েরদওয়ান রহমান বলেছেন: কনফিউজড হওয়ার কিছু নাই।সিপিবি বাসদরে ক্ষমতায় দিয়ে জনগনের বাল পালানির দায়িত্ব দিতে চাই
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
আমি ফয়সাল বলছি বলেছেন: পুরাই কনফিউজড হয়ে আছি ভাই