![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব খারাপ লাগছিল,,যখন বঙ্গবীর বাংলার বাঘ আক্ষেপ করে বলছিলেন জীবনের প্রথম একটা উকিল নোটিশ পেলাম রাজাকারের কাছ থেকে ।এবং তিনি বলেছেন ঐ রাজাকার যে আসলেই রাজাকার তার প্রমান পাকিস্তানি গেজেটে তার নাম আছে ।সে শুধু রাজাকার না সেতো মানুষকে রাজাকার বানাতো ।
কারা কারা নাকি হুমকি দিয়েছে, ডঃ আসিফ নজরুল,, পিয়াস করিম,,মাহমুদুর রহমান কে হত্যা করবে, পিঠের চামড়া তুলে নিবে । কিন্তু কেন জাতি জানতে চায় তাদের অপরাধ কি । এই আসিফ নজরুল জাহানারা ঈমামের আন্দোলনে ঐ গন আদালতের আইনজীবি ছিলেন ।আজকে যারা রাজাকারের বিচার চাই বলে মূখে ফেনা তুলতেছেন,নতুন হাইব্রিড আবিস্কার হইছেন,চামচামি করে ফায়দা নিচ্ছেন, তাদের বলতে চাই । এই আন্দোলনের নিঃস্বাথ নায়ক এই আসিফ নজরুল এরাই ।
আমি তাদের স্যালুট করি যারা কারও চামচামি করেনা ।যারা তাদের নীতিতে অটল, কোন ভয় তাদেরকে নড়াতে পারেনা ।যতই বাধা আসুক সত্য তারা বলবেই ।বাংলাদেশের দেশপ্রেমিক র্গাজিয়ান বা অভিবাবক।আমি কয়েকজনের নাম এখানে লিখব কারও দ্বিমত থাকতে ও পারে ।
জনাব রফিকুল হক,,বাংলার বঙ্গবীর কাদের সিদ্দিকি,,জনাব আসাফউদ দৌলা,,এ বি এম মুসা,, ব্যরিষ্টার মইনুল হোসেন,, নুরুল কবির,,মাহমুদুর রহমান,,নাইমুল ইসলাম খান,,আসিফ নজরুল,,পিয়াস করিম,,মতিউর রহমান (মানবজমিন).মাহমুদুর.রহমান মান্না ..পীর হাবিব...মনির হায়দার...আন্দালিব রহমান র্পাথ...প্রমূখ
আপনারা সবসময় ই নায্য কথা গুলো বলেন ।বর্তমানে দেশের অবস্তা কি আপনারা দেখতেছেন ।
আরও সোচ্চার হোন ,ভয় কে জয় করে কথা বলুন এবং লিখুন ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
খােলদ রাজা বলেছেন: ক্ষমতা বেশি দিন থাকেনা রে ভাই । পতন খুব নিকটে
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
পিওর গাধা বলেছেন: *_*
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২
ধূসর সময় বলেছেন: যারা সাহসের সাথে সত্য কথা বলে তারা আজকে দালাল। আর যারা জাফর ইকবালের মত চামাচামি করে তাদের জয়জয়কার।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩
খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---
আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় গুটির চাল। দাবা-পাশা খেলার কাছে আবেগ যেন না হারে।
রাজীব থাবা বাবা হওয়াতে মারা যায়নি। থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ, এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয়, গৃহযুদ্ধের ঘোষণা দেয় আর একাত্তরের খুনীদের রক্ষা করতে প্রতিদিন আটশো কোটি টাকা গচ্চা দেয় হরতাল দিয়ে সেই জামাতির বিচার চাইতে গিয়ে।
রাজীব, রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।
প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তার যা বিশ্বাসই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।
ওইক্ক চাই বলে ফেনা তুললে হবে না একতার কাজ করতে হবে। বাংলার মানুষ, দেশের মুখ রক্ষা কর। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল।
বাংলাদেশ সবার দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-নাস্তিক-বাংগালী-চাকমা-মারমা সবাই একাত্তুরে খুন হয়েছে পাকিস্তানিদের হাতে। মনে রেখ, তোমার শত্রু তোমাকে চেনে বাংগালী বাংলাদেশী হিসাবে, কিন্তু মুখে বলে, নাস্তিক-আওয়ামী
কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ওই পোলা সিগারেট খায়। জিন্সের পেন্ট পড়ে।
বাকিরা বলব, ঠিকই তো করসে সিগারেট খায় জিন্তের পেন্ট পরে ওরে খুন তো করবই।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: আজকাল দালালদেরই ক্ষমতা বেশি রে ভাই