নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'সাধারণ জীবনে বিশ্বাসী\'

মোঃ খালিদ হোসেন

বদ্বীপ

মোঃ খালিদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভোরের দোয়েল

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

চিত্র__হকুসাই





একটি কালো দোয়েল পড়ে আছে ঘাসের মাঝে।
স্থির সবুজ বন যখন বাতাসে দোল খায় ম্রিদু__তখন
বাতাসের চেয়েও জীবিত দোয়েল,
মন খারাপ করে__মরে যায়।

কিছুকাল আগে সূর্য উঠেছিল পাঁচটা ত্রিশে,
সকালের গান গাচ্ছিল__সুন্দর দোয়েল।
আর আজ__ বাতাস হয়ে আছে বুনো হাঁস,
অসময়ে বসন্ত এসেছে__শীত ভাব নিয়ে।
কিছুকাল আগে পোকা খুঁজছিল আনমনে।
সাদা আর কালো। কালো আর সাদা।
ধনুকের মতো তীক্ষ্ণ লেজ__তির্যক বাকা,
ভোরের দোয়েল।
এখন শক্ত হয়ে আছে ঘাসের মাঝে।

তারপর
স্থির হয়ে যায় সব গতি
অচঞ্চল ঘাস আর সবুজ পাতায় জমে থাকা শিশির বিন্দু,
বসন্ত আসবে না বলে কুয়াশারা ছুটে বেড়ায়__শূন্য,
সূর্য মন খারাপ করে পড়ে থাকে ভোরের আধারে।

ঘোর এ বিপদের মুখে উঠে বসে দোয়েল,
চিক্ চিক্ করে গান ধরে আবার,
আনমনে পোকা খুজতে থাকে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

শায়মা বলেছেন: বাহ খালিদভাইয়া! :)

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

মোঃ খালিদ হোসেন বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.