![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত নিঃশব্দ
ঘুম চোখ__আকাশে মস্ত এক হলুদ সূর্য
ঘাম, রোদ্দুর, রক্তের হোলিখেলা,
বাস, ট্রাম, বাতাসে কেটে চলা পথিকের ডানা,
মস্ত কোলাহল অথবা
ঝিঁঝিঁ পোকার ক্লান্ত ডাক,
নিশুতি দুপুর।
স্বপ্নদ্রষ্টাদের সঙ্গি হতে নেই।
ধীরে ক্ষয়ে যাওয়া এক টক ফল,
কল্পনার...
রোদ্দুরে এক উড়াল সড়ক__আটকে আছে__কয়েদির মতো
টলটলে হৃদয় ভাঙা জ্যামে।
মরীচিকা দেখে ভুল হয়,
স্থির সব__সত্যি।
বিগত ডাকঘরের বাক্সে ভরা প্রেমিকার উষ্ণ বাষ্প,
ছুঁয়ে যায় নিশ্চল__ গাড়ি, ট্র্যাক, পিকআপ,
চোরের মতো পালাচ্ছে কয়েকটি মোটর,
এক মেঠো পথ...
চিত্রকর
মাত্র সম্পন্ন তার ছবির সামনে দাড়িয়ে, দেখছে
তুলির শেষ আঁচড় পড়ার অপেক্ষায়।
(ঝকঝকে__স্বচ্ছ__নীল আকাশের এক কোণে
চকচক করছে কালো এক বিন্দু।
হঠাৎ কেঁপে ওঠে বিন্দু
বড় হয়। বড় হয়। আরও বড়।
বড় হয়, স্পষ্ট...
চিত্র__ইভান আইভাজস্কি
চন্দ্রাহত__মেঘের ছায়া দেখেছ কখনো ?
ঘন কালো জলের ওপর, কালো মেঘের ছায়া।
শুনেছ কখনো ঘুম__নদীর গান?
আমি ভরা পালে চলি ছুটে;
ভরা নদীর ক্ষুদ্র এক তরী,
ক্ষুদ্র তরীর ক্লান্ত এক প্রান।
...
চিত্র__হকুসাই
একটি কালো দোয়েল পড়ে আছে ঘাসের মাঝে।
স্থির সবুজ বন যখন বাতাসে দোল খায় ম্রিদু__তখন
বাতাসের চেয়েও জীবিত দোয়েল,
মন খারাপ করে__মরে যায়।
কিছুকাল আগে সূর্য উঠেছিল পাঁচটা ত্রিশে,
সকালের গান গাচ্ছিল__সুন্দর...
চিত্র__ভিনসেন্ট ভ্যানগগ
যা কিছু ছিল সব সুখ
আজ তারা কি গভীর ছায়া,
বরফের মতো ঠাণ্ডা কালো পথ
ক্লান্ত দুপুরে;
কতো কালের হারানো পায়ের ছাপ
ধুলোর স্মৃতিতে আছে জমা,
তবু দিগন্তে হারিয়ে যায় অবয়ব,
দূরের...
চিত্র__পাবলো পিকাসো
ঘুমিয়ে গেছে সে।
চকচকে নিয়ন সূর্যের মাঝে,
ছয়মাস ধরে গোঁফ জমিয়ে
দুই পকেট ভরতি করে।
ঈষৎ খোলা দুই চোখ__দেখা যায় দূরের অন্ধকার।
পেটমোটা একটা চামড়ার থলে।
পেটমোটা একটি চামড়ার থলে,
কোমর ভেঙে ঢুকে গেছে...
©somewhere in net ltd.