নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'সাধারণ জীবনে বিশ্বাসী\'

মোঃ খালিদ হোসেন

বদ্বীপ

মোঃ খালিদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

শীত

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

চিত্র__ভিনসেন্ট ভ্যানগগ



যা কিছু ছিল সব সুখ
আজ তারা কি গভীর ছায়া,
বরফের মতো ঠাণ্ডা কালো পথ
ক্লান্ত দুপুরে;
কতো কালের হারানো পায়ের ছাপ
ধুলোর স্মৃতিতে আছে জমা,
তবু দিগন্তে হারিয়ে যায় অবয়ব,
দূরের তারার মতো রাত রয় জেগে।
অনেক আলোর মাঝে হারিয়ে যায় কেউ একজন,
হারানোর মিছিলে যোগ দেয় সবাই__একে একে
গোল চোখ করে তাকিয়ে থাকে রাতের পেঁচা__একা,
একসময় ভোর হয়;
সকালের সূর্যে হারিয়ে যাওয়ার কি অব্যকত বেদনা__আধারের।
তবু এখানে__যখন রাত নেমে আসে
আধারের সাথে বলতে হয় কথা
তাঁরারা রয় জেগে চুপি চুপি
ঘুম ভাঙে না নির্ঘুম দুটি চোখে।

এখন
শিশিরের গা ধুয়ে উড়ে যায়
নবজাতকের কান্না,
জেগে উঠতে খুব ভয় করে আমার
আলো দেখলে খুব ভয় করে আমার,
সবুজ ঘাসে ছুটে চলা দুই ডানার ঘাস ফড়িং,
মনে পরে__ ছেলেবেলার কথা
রোদটুকু ছিল উষ্ণ আর একটা গল্প ছিল
‘সাদা একটা ঘোড়া লাল টগবগ করে।‘

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.