![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোদ্দুরে এক উড়াল সড়ক__আটকে আছে__কয়েদির মতো
টলটলে হৃদয় ভাঙা জ্যামে।
মরীচিকা দেখে ভুল হয়,
স্থির সব__সত্যি।
বিগত ডাকঘরের বাক্সে ভরা প্রেমিকার উষ্ণ বাষ্প,
ছুঁয়ে যায় নিশ্চল__ গাড়ি, ট্র্যাক, পিকআপ,
চোরের মতো পালাচ্ছে কয়েকটি মোটর,
এক মেঠো পথ আকাবাকা,
টঙ আর টিনের বাড়ি,
চালা ভেদ করে দেখা যায় দুর্ভিক্ষের পাঁজর।
টিনগুলো তবু চকচকে__ধারালো,
মাঝের বাতাস যায় কেঁপে__এমন দুপুর
মরীচিকা দেখে ভুল হয়,
স্থির সব__সত্যি।
ভাড়া খাটা এক উড়াল সড়ক__স্থির পা__বন্দি
পাশে কালচে এক জলাধার,
একবিন্দু শরীর
কয়েকটি পুষ্ট জারুল গাছ
এমন এক রোদ্দুর আর
কয়েকটি কোকিল ডাকছে পাতার ছায়ায়।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৫
মোঃ খালিদ হোসেন বলেছেন: জ্যামে বসে সুন্দর স্বপ্ন.....স্বপ্ন দেখতে বাধা কি
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৯
মোঃ খালিদ হোসেন বলেছেন: হালকা অ্যাটাকিং হয়ে গেছিল। স্মুথ করে দিলাম ভাই।
২| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একটু অন্য রকম মনে হচ্ছে।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮
মোঃ খালিদ হোসেন বলেছেন: কয়েক বছর এই শহরে। এখনো সব কেমন জানি চোখে লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ দায়িত্বশীল ভাই।
৩| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৫
নীল মনি বলেছেন: জ্যামে বসে যদি এত ভালো কিছু হয় তবে তো জ্যামই ভালো
২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০১
মোঃ খালিদ হোসেন বলেছেন: উদ্দেশ ছিল জ্যাম জট ছাড়ানো। আর ভালবেসে ফেললেন জ্যামকেই।
৪| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
পদ্মপুকুর বলেছেন: কবিতা বুঝিওনা, ভালোও লাগে না, কিন্তু কিভাবে কিভাবে য্নে এই কবিতাটা ভালো লেগে গেল।
ভালো থাকবেন, কবি।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৩
মোঃ খালিদ হোসেন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৫| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩১
আকতার আর হোসাইন বলেছেন: সব কিছুরই একটি খারাপ ও একটি ভালো দিক থাকে।
তবে জ্যামে পড়ে এমন ভালো দিকের সন্ধ্যান পাওয়া কেবল কবলি কবির দ্বারা সম্ভব।
৬| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪১
মিন্টু ভাই বলেছেন: অপুর্ব লেখা
৭| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: *জ্যাম* যে আপনার উড়ুক্কু মোনকে ধরে রাখতে পারেনি তাই দেখছি!
৮| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: *জ্যাম* যে আপনার উড়ুক্কু মোনকে ধরে রাখতে পারেনি তাই দেখছি!
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০১
চাঁদগাজী বলেছেন:
অপুর্ব কোন এক দুপুর এসেছিল হঠাৎ করে!