নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'সাধারণ জীবনে বিশ্বাসী\'

মোঃ খালিদ হোসেন

বদ্বীপ

মোঃ খালিদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ফেরা

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৯

চিত্র__ইভান আইভাজস্কি




চন্দ্রাহত__মেঘের ছায়া দেখেছ কখনো ?
ঘন কালো জলের ওপর, কালো মেঘের ছায়া।
শুনেছ কখনো ঘুম__নদীর গান?

আমি ভরা পালে চলি ছুটে;
ভরা নদীর ক্ষুদ্র এক তরী,
ক্ষুদ্র তরীর ক্লান্ত এক প্রান।

আদিগন্ত এক কুমারী ঢেউ__ধূসর আলো,
বিস্তীর্ণ এক সমুদ্র চাঁদ, চাঁদের ছায়া,
চকচকে জলরাশি, ইলিশের চোখ,
শুশুকের একবুক দীর্ঘঃশ্বাস ।

রাতজাগা আকাশে__জলকন্যার গল্প শুনেছ ?
শুনেছ কখনো ভেজা চোখের গান ?

পথ হারানো মাঝি, জেলেদের খিস্তি,
দুরুদুরু বুক, টিমটিমে হারিকেন,
জল আর জাল, ঘরে ফেরার গান__আর
আমার বৈঠাহীন এক তরী ।

হাজার বছরের স্রোত আমায় ডাকে;
ছুটেচলা প্রানের জলজ আনন্দ আমায় ডাকে;
অদ্ভুত ঠাণ্ডা আলো আমায় ডাকে;
দিকভোলা উত্তুরে বাতাস আমায় ডাকে;
কি এক মৌন অস্বস্তি !
আমি ফিসফিসিয়ে কথা বলি
(যেন খুব দূরে কেউ একজন,
কেউ একজন খুব কাছে)
আমি বাড়ি ফিরছি ।
আমি বাড়ি ফিরছি ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.