![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্র__পাবলো পিকাসো
ঘুমিয়ে গেছে সে।
চকচকে নিয়ন সূর্যের মাঝে,
ছয়মাস ধরে গোঁফ জমিয়ে
দুই পকেট ভরতি করে।
ঈষৎ খোলা দুই চোখ__দেখা যায় দূরের অন্ধকার।
পেটমোটা একটা চামড়ার থলে।
পেটমোটা একটি চামড়ার থলে,
কোমর ভেঙে ঢুকে গেছে অস্থিতে__এখন ঘুমিয়ে গেছে।
এখন সময় ঘুমিয়ে পরার অথবা
উরুর চামড়া কেটে একটি পকেট বানাবার।
ঘুমিয়ে গেছে সে।
তার সাদা আঁধার শেষে,
স্বপ্নেরা আসে পুরস্কার নিয়ে,
বিশাল মঞ্চে ডাকা হয় বিজয়ীকে;
‘প্রথম পুরস্কার হিসেবে আজ থাকছে__আকর্ষণীয় এক প্লেট ভাত।’
©somewhere in net ltd.