![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্রকর
মাত্র সম্পন্ন তার ছবির সামনে দাড়িয়ে, দেখছে
তুলির শেষ আঁচড় পড়ার অপেক্ষায়।
(ঝকঝকে__স্বচ্ছ__নীল আকাশের এক কোণে
চকচক করছে কালো এক বিন্দু।
হঠাৎ কেঁপে ওঠে বিন্দু
বড় হয়। বড় হয়। আরও বড়।
বড় হয়, স্পষ্ট হয়__ এক পাখি
অপূর্ব তার রূপ, রূপকথা__দু’টি ডানা,
উড়ে আসে।
বাতাসের জন্য বুক বাঁধে সে,
মুক্তির পাখি__ এবার হয়তো বয়ে আনবে
অনাবিল অবসর।
হঠাৎ বুক ভেঙে যায়, চক্ষু হয় বিস্ফোরিত
বিহ্বল নেত্রে তাকিয়ে থাকে সামনের সবুজের দিকে
ছেলেটি।
অপরূপ শান্তির পাখি প্রবেশ করে বনে,
ঝড় ওঠে বনে
শুরু হয়__নিঃশব্দ চিৎকার
কেঁপে ওঠে বন।
বাতাসে উড়ে যায় ছেড়া পাতা।
একসময়__ শান্ত হয় সব
আবার আকাশে ওড়ে সে পাখি,
মুখ তার রক্তাক্ত__তীক্ষ্ণ নখ,
আগুন ঠিকরে পড়ছে চোখ থেকে।
নীল আকাশে উড়ে যায় পাখি,
উড়ে যায় দূর দিগন্তে।
ছোট হয়। অনেক ছোট হয়।
ছোট পাখি পরিণত হয় কালো এক বিন্দুতে,
কেঁপে ওঠে বিন্দু__স্থির হয়ে যায়।)
চমকে ওঠে চিত্রকর__কল্পনায় পড়ে ছেদ
তড়িঘড়ি কাজ শেষ করে সে
তুলির শেষ আঁচড় পড়ে ছবিতে
নিশ্চিহ্ন হয় একটি কালো বিন্দু।
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫
মোঃ খালিদ হোসেন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব সুন্দর।