নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খািলদ১৯

আমি একজন এনড্রয়েড মোবাইল এপ্লিকেশান ডেভেলপার ।

খািলদ১৯ › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক উপন্যাস উক্তি --পর্ব—০৭

২৭ শে আগস্ট, ২০১২ ভোর ৫:৫৯

১১৭/ যারা নিন্দা করে তারা নিন্দা ভালবাসে বলিয়াই করে, সত্য ভালবাসে বলিয়া নয় ।**** চতুরঙ্গ ***





১১৮/ যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেইখানেই তারা ঋদয় দিতে প্রস্তুত । **** চতুরঙ্গ ***



১১৯/ মানুষের মন যখন অত্যন্ত জোরে কিছু একটাতে গিয়ে ঠেকে তখন আপনিই তার শরীরের সমস্ত প্রয়োজন কমিয়া যায় । সেইজন্যই বড়ো দুঃখে কিংবা বড়ো আনন্দে মানুষের ক্ষুদাতৃষ্ণা থাকে না । **** চতুরঙ্গ ***



১২০/ মুর্খেরা লাভ করে উন্নতি, যোগ্য ব্যক্তিরা লাভ করে গৌরব ।

**** দুইবোন ***

১২১/ স্বভাবের প্রতিবাদ করাও যা আর তপ্ত লোহায় হাত বুলিয়ে তাকে ঠান্ডা করতে যাওয়াই তাই, তাতে বীরত্ব থাকতে পারে কিন্তু আরাম নেই । **** চার অধ্যায় ***

১২২/ অনেক মানুষ আছে যাদের স্বভাবের দু-রকমের বুনোনির কাজ । দুটোর মধ্যে মিল নেই । অথচ দুটোই সত্য । তারা নিজেকেও নিজে ভুল করে । **** চার অধ্যায় ***

১২৩/ রাগের মাথায় কর্তব্য করতে গেলে অকর্তব্য করার সম্বাবনাই বেশি । কিন্তু রাগের কারণ থাকলে রাগ না করাটা অমানবিক । **** চার অধ্যায় ***

১২৪/ রোগ সব শরীরের দুঃখের কিন্তু ক্ষীন শরীরে মারাত্বক । **** চার অধ্যায় ***

১২৫/ ভেবেই ভাবনা শেষ করতে হয়, তাকে ফাকি দিয়ে থামাতে গেলে বিপরীত ঘটে । **** যোগাযোগ ***

১২৬/ পূন্য তাতেই বেশি, সেইটেই কঠিন সাধনা ।**** যোগাযোগ ***

১২৭/ কাঠুরে গাছকে কাটতেই জানে, সে গাছ পায় না, কাঠ পায় । মালী গাছকে রাখতে জানে সে পায় ফুল, পায় ফল ।**** যোগাযোগ ***

১২৮/ দৌর্বল্য স্বভাবতই অনুদার, দুর্বলের আত্তগরিমা ক্ষমাহীন নিষ্ঠুরতার রূপ ধরে ।**** যোগাযোগ ***

১২৯/ যে ভালবাসা আপনাকে দেয় তার অধিক আর কিছু দিতে পারে না । **** যোগাযোগ ***

১৩০/ যা কিছু চার দিকে বেড়ে আছে সেইটিই মনে হয় মিথ্যে, আর যার ঠিকানা পাওয়া যায় নি, যার ছবি যায় আকতে গেলে রঙ যায় আকাশে ছড়িয়ে, মূর্তি উকি দিয়ে পালিয়ে যায়, জলস্থলের নানা ইশারার মধ্যে, মন তাকেই বলে সব চেয়ে সত্য । **** যোগাযোগ ***

১৩১/ দুঃখ এড়াবার জন্য চেষ্ঠা করলে দুঃখ পেয়ে বসে । ওকে জোরের সঙ্গে মানতে হবে । **** যোগাযোগ ***

১৩২/ সংসারে ক্ষুদ্র কালটাই সত্য হয়ে দেখা দেয়, চিরকালটা থাকে আড়ালে, গানে চিরকালটা আসে ক্ষুদ্র কালটাই যায় তুচ্ছ হয়ে । তাতেই মন মুক্তি পায় । **** যোগাযোগ ***











আগের পর্ব গুলো নিচের লিঙ্কে দেখুন ।

১/http://www.somewhereinblog.net/blog/khalid19/29656563





২/ Click This Link

৩/ Click This Link

৪/http://www.somewhereinblog.net/blog/khalid19/29659445

৫/ Click This Link

৬/ Click This Link



























মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১২ সকাল ৯:০১

আরজু পনি বলেছেন:

বেশতো!!

এই অভ্যাসটা মুলত গড়ে উঠেছিল যখন অষ্টম শ্রেণী থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া প্রতিযোগিতার সদস্য হলাম তখন থেকে। এখনও যে কোন বই পড়লে পেন্সিল, কালার পেন বা হাইলাইটার সাথে থাকে।

অনেক ধন্যবাদ আপনাকে।

২৭ শে আগস্ট, ২০১২ রাত ৯:০৪

খািলদ১৯ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

২| ২৭ শে আগস্ট, ২০১২ সকাল ৯:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ওয়াউ। অবশ্যই প্রিয়তে। আমি কোটের ফ্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.