![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤
মাঝেমাঝে, আজকাল
তোমার হারিয়ে যাওয়া শহরের গল্প শুনি,
ম্লান সন্ধ্যের দীর্ঘশ্বাসে সুতোর আঁচল বুনি।
মাঝেমাঝে, আজকাল
তোমার ভরা আকাশে শব্দের মেলা দেখি,
বিস্তৃত হাড়ের গন্ধে ভরা সমুদ্রে ডুবি।
মাঝেমাঝে, আজকাল
তোমার কেঁপে উঠা কন্ঠস্বর শয়নে শুনি,
ব্যস্ত রাস্তার নিভুনিভু আলোয় বেঁচি কিনি।
মাঝেমাঝে, আজকাল
তোমার ক্ষিপ্র মেজাজের রুদ্ধশ্বাসে পালিয়ে আসি,
শীতল হাতের উষ্ণ ঠোঁটে বাঁচিয়ে তুলি।
মাঝেমাঝে, আজকাল, আমি তারার ভিড়ে হাসি দিয়ে
তোমার দেখে ফেলি!
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল।
©somewhere in net ltd.