নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ ১ঃ Things Fall Apart

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

রিভিউ – ০১
বইয়ের নাম –Things Fall Apart
লেখক – Chinua Achebe
ঘরনা - Fiction, , Historical Fiction
বইয়ের পৃষ্ঠা - 148
মূল্য – 760 টাকা
প্রকাশন - Heineman
ব্যক্তিগত রেটিংঃ ৪.২/৫

বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৮ সালে, যে বছর ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম তাদের ঔপনিবেশিক সুলভ আচরণের অবসান দেখতে পায় এবং ঘানা আফ্রিকার মহাদেশে সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে।

অন্যায্য অধিকারের অবসান শুরু হয় যা Chinua Achebe তার প্রথম উপন্যাসে তুলে ধরে, যেখানে আফ্রিকা মহাদেশের সর্বনাশা ইতিহাস রচিত হয় নিজেকে ঘিরে।

ঊনিশ শতকের শেষের দিকে যখন আফ্রিকান সভ্যতা হামাগুড়ি দিয়ে ইউরোপীয় শক্তি থেকে বিচ্ছিন্ন হচ্ছিলো, তখন Things Fall Apart গল্পের Okonkwo, একজন গর্বিত ও অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি যার বসবাস Umuofia নামের একটি গ্রামে।

Okonkwo এর বংশের আদিপুরুষ সবাই কৃষক, সমাজ ব্যবস্থা পিতৃশাসিত ও গণতান্ত্রিক। Achebe এর মতে, গ্রাম্য জীবন ব্যবস্থা নতুন প্রজন্মের সাথে বদলে গেলে আবহমান সংস্কৃতি ধ্বংসের মুখোমুখী হয়।

সে সময়ে, ইংরেজরা ফিরে আসলো নতুন রুপে, নতুন কিছু নিয়ে। ইংরেজরা এবার ফিরে এলো ধর্ম নিয়ে, বাইবেল নিয়ে। হয় বাইবেলকে গ্রহণ করো, না হয় মৃত্যুকে বরণ করে নেও- এছিলো ইংরেজদের নীতি। গ্রামের মানুষ যখন জীবনকে ভালোবেসে খ্রিস্টধর্মে নিজেদের মিলিয়ে নিলো, বংশপরিক্রমায় চলে আসা গ্রামের সুস্থিতি বন্ধনমুক্ত হলো, নীতিকর্ম ভেঙে যেতে শুরু করলো। Okonkwo এর বন্ধু Obierika বলতে লাগলো-

“ঐ সাদা চামড়ার মানুষগুলো ভীষণ চালাক, ওরা খুব নীরবে এবং শান্তিতে এসেছে ওদের ধর্ম নিয়ে। আমরা ওদের ব্যবহারে বোকা হয়ে গিয়েছি এবং ওদেরকে আমাদের সাথে থাকার অনুমতিও দিয়ে দিয়েছি। এখন ওরা আমাদের ভাইদেরেক এবং আমার গোষ্ঠীদের আলাদা করে দিচ্ছে, যাতে আমরা নিজেদের মধ্যকার ভ্রাতৃত্ববোধ নষ্ট করে ফেলি।”

অভিযোজিত করার অপচেষ্টায়, Okonkwo নিজেকে আধুনিক গ্রিক ট্র্যাজেডির নায়ক হিসেবে খুঁজে বের করে।

নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া লিখতে গিয়ে বেশ উৎকন্ঠে ভুগছিলাম। কারণ, বিদেশী চিরায়ত উপন্যাসগুলো শব্দে, মননে, শৈলীতে অনন্যসাধারণ হয়ে থাকে।

Things Fall Apart উপন্যাসটি তার ব্যতিক্রম নয়।

উপন্যাসে মূলত সর্বোপরি নায়কের ট্র্যাজেডির পরিণতি, Okonkwo এবং Igbo সংস্কৃতির পূর্ণরূপ বর্ণনা দেওয়া হয়েছে। পূর্ব নাইজেরিয়ার Umuofia সম্প্রদায়ের একজন সৈনিকের অপরাজেয় কাহিনী নিয়ে ফুটে উঠেছে Things Fall Apart।


বইপ্রেমী পাঠকদের বইটি পড়ার আমন্ত্রণ জানাচ্ছি.......

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: বইটির ছবি পোস্টের উপরে দিন....

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

কিন্তু, পোস্টের উপর ছবি কিভাবে দিবো সেটা আমি জানি না। অনুগ্রহ করে বলবেন কি?

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ছবির লিংকটা কপি বা কাট করে লেখার উপরে দিয়ে দিন....

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালোবাসা ও কৃতজ্ঞতা।

আপনার মতামত এভাবে জানিয়ে অনুপ্রেরণা দিয়েন।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১

টারজান০০০০৭ বলেছেন: এইটার আসল ভাষা কি ?

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: এটি আফ্রিকান সাহিত্য, ইংরেজি ভাষায় সর্বপ্রথম লেখা হয়েছিলো।

আপনি চাইলে বাংলা অনুবাদও কিনে পড়তে পারেন।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

জাতিস্মরের জীবনপঞ্জী বলেছেন: বইটা কলোনিয়ালিজমের উপর ক্ল্যাসিক। ইংরেজি ভাষায় আফ্রিকান ক্ল্যাসিক।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: জ্বি, জ্বি।

একদম।

খুব আবেগ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে লেখা।

ধন্যবাদ আপনাকে।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: ভালো একটি বই সম্পর্কে জানলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: সময় থাকলে পড়ে নিবেন ভাই।

বেশ চমৎকার একটা বই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.