নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ ০১ঃ Mulk

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯




রিভিউ – ০১
মুভির নাম –Mulk।
স্ক্রিনপ্লে/রাইটার - আনুভাব সিনহা, মোস্তোফা নিমুচায়ালা।
পরিচালক – আনুভাব সিনহা।
অভিনয়ে – ঋষি কাপুর, প্রতীক বাব্বর, রাজত কাপুর, তাপসী পান্নু, আশুতোষ রানা, মনোজ পায়া।
ঘরনা – ড্রামা।
সময়সীমা – ২ ঘন্টা ২০ মিনিট।
রিলিজ – ২০১৮।
IMDb – ৬.২/১০।
ব্যক্তিগত রেটিং – ৭.৬/১০।

এই মুভির সবচেয়ে পছন্দের একটা ডায়ালগ দিয়ে আজকের এই মুভির রিভিউটা শুরু করবো, তো....

যখন আদালতে ঋষি কাপুর জজের সামনে দাঁড়িয়ে নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে ধর্মান্ধের উক্তি করে বেশ রোষের সাথে বলছিলেন, “যদি আপনারা আমার দাঁড়ি আর ওসামা বিন লাদেন এর দাঁড়ির মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পারেন, তবুও আমার সুন্নত রাখার অধিকার আমার রয়েছে।”

যখন ট্রেইলার দেখেছিলাম, তখন দিলে দাগ লেগে যায় এই কথার দ্বারা। আর যখন মুভিটা দেখা শেষ করলাম, তখন আক্ষেপ মিটে গেলো। খুব চমৎকার আর গঠনশীল কাহিনী নিয়ে পুরো প্লটটা সাজানো হয়েছে।

মুভির স্ক্রিপ্টে, মুরাদ আলী মোহাম্মদ (ঋষি কাপুর) এবং বিলাল আলী মোহাম্মদ (মনোজ পায়া) দুই ভাই। ছোট ভাই, বিলাল আলী মোহাম্মদ এর সিম কার্ড এবং মোবাইল ফোন-সিম কার্ডের ব্যবসা আছে। বড় ভাই, মুরাদ আলী পেশায় একজন উকিল।
ঘটনাক্রমে,

বিলাল আলীর একমাত্র ছেলে শাহীদ মোহাম্মদ (প্রাতীক বাব্বর) ইসলামের ভুল ব্যাখায় পড়ে গিয়ে ইসলামচ্যুত হয়ে ভুল জিহাদের সংজ্ঞা ধারণ করে ‘জঙ্গি’র খাতায় নাম লেখায়।

শহরে তিন তিন জায়গা বোম ব্লাস্ট হলে সেন্ট্রাল কমান্ড থেকে স্পেশাল বাহিনী নামানো হলে শাহীদ মোহাম্মদের আড্ডখানা ঘিরে ফেলে ওরা। এরপর?
ছেলে জঙ্গি হামলায় যুক্ত থাকায় পুলিশ সেদিন বিলাল মোহাম্মদকে গ্রেফতার করে, আদালতে মামলা গড়ালে প্রথমে উকিল হিসেবে দাঁড়ায় বড় ভাই মুরাদ আলী মোহাম্মদ। কিন্তু, পাবলিক প্রসিকিউটার সান্তোষ আনোন্দ (আশুতোষ রানা) এর কূটিল প্যাঁচে আঁটকে গিয়ে মাননীয় জজ মুরাদ আলী মোহাম্মদকেও গ্রেফতারের আদেশ দেয়!

আর তখন সমস্ত গুরুভার এসে পড়ে পুত্রবধূ আরতি মালোতরা ওরফে আরতি মোহাম্মদের উপর, আর তখন থেকে প্রতিক্ষণে প্রতিবারে আসছে থাকে নানা বিপদ, খুলতে থাকে নানা জট।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলবো যে, ঋষি কাপুর এবং তাপসী পান্নু বরাবরের মতো উনাদের লিড ক্যারেক্টারে একদম স্বয়ংসম্পূর্ণ। প্লট অসাধারণ এবং বর্তমান সমাজে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত ও পশ্চিমা দেশগুলো ‘মুসলমান রূপী কিছু জানোয়ার’ ধর্মের অবমাননা করে সম্প্রীতি নষ্ট করছে, যাদের মানসিকতা ও জবাবের জন্য একদম উপযুক্ত।

বেশ টান টান উত্তেজনা, খুব আবেগিয় পরিবেশ, কোর্ট রুম ড্রামা, উকিল-উকিল-জজ এর বির্তক খুব বেশি চমৎকার ছিলো, প্রতিটি ধাপে ধাপে নতুন নতুন এক রহস্যের জট খুললো কিংবা প্যাঁচ লাগতো।

মুভি লাভারস প্রতিটি সদস্যকে চমৎকার এই মুভিটি দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি........

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৪

রাজীব নুর বলেছেন: দেখব।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখবো দেখবো করে এখনো দেখা হয়নি।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিটি দেখবো।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

ফয়সাল রকি বলেছেন: এখনো দেখা হয়নি, দেখার আকাঙ্খা বাড়িয়ে দিলেন। ধন্যবাদ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

নয়া পাঠক বলেছেন: মাঝে মাঝে হাতে কিছু অখণ্ড অবসর পেলে কিছু মুভি দেখে সময় হত্যা করি। সে সময় খুঁজে পাই না কি মুভি দেখব, তখন যে কোন কিছু দেখে সময় পার করতে হয়। রিভিউ পড়ে এবার মনে হচ্ছে কিছুটা সময় উপভোগ করার মত একটি ভাল ছবি হতে পারে মুলক। দেখার প্রতাশা রইল।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ছবিটা তো দেখতে হচ্ছে B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.