নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ ০২ঃ "The Old Man and the Sea"

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫




রিভিউ - ০২
বইয়ের নাম - The Old Man and the Sea
লেখক - Ernest Hemingway
ঘরনা - Literary fiction
ভাষা - ইংরেজি
বইয়ের পৃষ্ঠা - 127
মূল্য – ৮০ টাকা
প্রকাশন - Charles Scribner's Sons

The Old Man and the Sea উপন্যাসটি Ernest Hemingway এর অভূতপূর্ব সাফল্যের পূর্ণরূপ প্রকাশ পেলো যখন তিনি ১৯৫২ সালে উপন্যাসটিকে প্রকাশিত করলেন। একদৃষ্টিতে, গল্পটি একজন সাধারণ বৃদ্ধ কিউবান জেলের, যিনি কিনা প্রচুর মাছে ধরেন শুধুমাত্র ছেড়ে দেবার জন্য।

কিউবান বৃদ্ধ তার চরম ভাগ্য পরীক্ষার সম্মুখীন হয় নিষ্ঠুর, মানসিক যন্ত্রণার সাথে, যেখানে Hemingway উপসাগর-স্রোতের সাথে অন্ততকালের সাহসকে মোকাবেলার জন্য ব্যক্তিগত জিত-হারকে রূপান্তর করেছে বিংশ শতাব্দীর এক জাঁকালো ক্ল্যাসিক উপন্যাস দিয়ে।

কিন্তু, এটি গল্পের সমাপ্তি নয়। এ গল্প হলো সেই ব্যক্তির সাহসিকতা ও বীরত্বের, যিনি কিনা নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন, প্রকৃতি, তাগড়াই মাছ, তিমি এবং নিজের উপর হেরে যাওয়ার উপর অনবরত সংগ্রাম করে যাচ্ছেন।

নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া বলতে গেলে বেশ উচ্ছ্বাসিত হয়ে যাবো। উপন্যাসের প্রতিটি অধ্যায়ে অনন্য সাহিত্যিক Hemingway নতুন কিছু উপহার দিয়েছেন। প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সামুদ্রিক হিংস্র প্রানীর সাথে উদ্যম লড়াই, রক্তাক্ত, ক্লান্ত শরীরে ভার হয় নি কিছু! প্রতিবার যুদ্ধে জড়িয়েছেন একা, জয়ী- পরাজয়ী হয়ে একাকিত্বে সঙ্গে করে।

একসময় এসে বৃদ্ধ সফল হয়, সাথে ব্যর্থ হয়, অবশেষে পুনরায় জয়ী হয়। গল্পটি নিজেকে পরিপূর্ণতা দিয়েছে সকল প্রকৃতির শক্তির বিরুদ্ধে বৃদ্ধের ধৈর্য্যের এবং পৌরুষত্বে টিকে থাকার মধ্য দিয়ে।


পাঠকপ্রেমীদের বইটি পড়ার সাদর আমন্ত্রণ জানাচ্ছি..........

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

মাহমুদুর রহমান বলেছেন: নিশ্চয়ই।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


ঐ বুড়ো লোকটা মারা গেলে রিভিউ হয়তো একটু কমে আসতো! এই বুড়ো লোকের বইয়ের রিভিউ পড়তে আর ভালো লাগছে না।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন: বইয়ের কাহিনী শুনেছিলাম......

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: যারা বই টই পড়ে তারা সবাই এই বইটি পড়েছে। অবশ্যই পরেছে।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

রাকু হাসান বলেছেন:

আমার পড়া অনুবাদ সাহিত্যের মধ্যে সেরা বই টি । পাঠক মাত্রই পড়লে ভালো লাগবে । তবে রিভিউ আরেকটু বড় হলে আরও ভালো লাগতো । যদিও রিভিউ সাধারণত ছোটই হয়ে থাকে । শুভকামনা ।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার প্রিয় একটা বই :)
ইংরেজি আর বাংলা দুই ভাষাতেই পড়েছি.....

৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

প্রবালরক বলেছেন: কালজয়ী বইটির একটা চমৎকার সমান উপভোগ্য সিনেমাও আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.