নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

ঈমানী বিশ্বাস আর ডিজিটাল মুসলমান

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১




নূহ (আ.) নিজের সন্তানকে ত্যাগ করেছিলেন এক আল্লাহকে রাজী খুশি করার জন্য। কেননা রক্ত ও আত্নার সম্পর্ক কখনই তাওহীদের আগে যেতে পারে না।

সূরা কাহফে উল্লেখিত কয়েকজন যুবক বসতভিটা ছেড়ে পাহাড়ে গিয়ে লুকিয়ে ছিল জালিম ও মুশরিক শাসকের ফিতনা থেকে নিজেদেরলে বাঁচিয়ে রাখার জন্য।

আছিয়া (আ.) স্বামী ফিরাউনের ফিতনা থেকে বাঁচতে নিজেকে এক আল্লাহর দিকে মনোনিবেশ করেছিলেন।

হূদ (আ.) তার মুশরিক ভাইদেরকে ফেলে একাকী অনত্র চলে গিয়ে ঈমান বাঁচিয়েছিলেন।

পিতা ইব্রাহীম (আ.) নিজের পিতা আযরকে সজ্ঞানে ত্যাগ করেছিলেন আল্লাহকে বাদ দিয়ে প্রতিমা পূজা করার জন্য। শুধু তাই নয় ইব্রাহিম (আঃ) আল্লাহকে রাজী খুশি করার জন্য নিজ পুত্র ইসমাইলের গলায় ছুড়ি চালাতেও দ্বিধান্বিত বা পিছপা হননি। কেন? কেননা তা ছিল আল্লাহ'র হুকুম। আল্লাহ'র হুকুমের সামনে আর কোন হুকুম চলেনা, আলবৎ চলেনা।।

রাসূল ﷺ এর স্ত্রী উম্মে হাবীবা (রা.) পিতা আবু সুফিয়ান মুশরিক (অপবিত্র) বলে নাবী ﷺ এর বিছানায় বসতে দেননি চাঁদর মোবারাক সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত।

আবু বকর আস-সিদ্দীক (রা.) - এর ছেলে জিহাদের ময়দানে মুশরিকদের পক্ষে যুদ্ধ করার পর, একদিন কথা প্রসংগে সেই কথা উঠলে তিনি পূত্রকে উদ্দেশ্য করে বলেছিলেন, "আল্লাহর কসম! যদি সেদিন তোমাকে আমি পেতাম, তাহলে আমি তোমার গর্দান নামিয়ে দিতাম।"

তপ্ত বালির বুকে বিলাল (রা.) ফেলে দিয়ে, পিঠে আঘাতের পর আঘাত হেনে মুশরিকের দল এক আল্লাহ ও তার রাসূল ﷺ উপর বিশ্বাস ত্যাগ করতে বললে, জবাব এসেছিলো "আহাদুন আহাদ" অর্থ্যাৎ এক, তিনি এক।

যুগে যুগে বেঈমানদের সাথে ঈমানদারদের অবস্থান এরকমই ছিল। পিতা, পূত্র, স্ত্রী, স্বামী, সমাজ, ভাই - সমস্ত বন্ধনের কোন দাম নেই এক আল্লাহ'র সাথে তাওহীদের বন্ধনের কাছে। রক্ত ও আত্নার সম্পর্ককেও কেঁটে ফেলতে হয় এক আল্লাহ'র রাজী খুশির জন্য। এটাই নির্জলা তাওহীদ, এটাই নির্ভেজাল ঈমান।

এটাই আল আ'লা ওয়াল বার'আ। একমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালবাসা,একমাত্র আল্লাহ'র জন্যই কাউকে ঘৃণা করা।।

মহান আল্লাহ্ আমাদেরকে শাইত্বন, তার দোসর, তাগুত, দাইয়্যুস, বিকৃত সমাজ, বিধর্মী কৃষ্টি-কালচার অনুকরণ ও অনুসরণের এবং ঈমানের খোলসে ঢাকা বেঈমানদের সকল ফিতনা থেকে রক্ষা করুন, সেই সাথে সকল পরিস্থিতিতে একমাত্র তার উপরেই ভরসা রাখার তৌফিক দিন এবং দ্বীনের উপরে অটল রাখার ব্যবস্থা করুন।

"রব্বানা আফিরগ য়ালাইনা সবরাও ওয়াতাওয়াফফানা মুসলিমিন।"

হে আমার প্রতিপালক! আমাদের উপর ধৈর্য্য ঢেলে দাও আর মুসলিম হিসেবে মৃত্যু দিও।"

আমীন (সঃ)।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫

মানুষ বলেছেন: এইসব বিবেচনা করে আমাদের উচিৎ ইহুদি নাসারা কর্তৃক আবিষ্কৃত ফেসবুক, ইন্টারনেট বর্জন করা।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

আরোগ্য বলেছেন: ইসলাম ছাড়া গতি নাই।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: পোস্টে উউল্লিখিত সবগুলো ঘটনাই আমাদের জন্য উৎকৃষ্ট শিক্ষা। এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মানুষ বলেছেন: এইসব বিবেচনা করে আমাদের উচিৎ ইহুদি নাসারা কর্তৃক আবিষ্কৃত ফেসবুক, ইন্টারনেট বর্জন করা। - কেউ যদি মনে করে এইসব ইন্টারনেট, ফেইসবুক তার এক আল্লাহ'তে বিশ্বাস নস্ট করছে, কিংবা তাকে ফিতনা ফ্যাসাদে জড়াচ্ছে; তাহলে বর্জন করতে পারে।
আমরা সবাই কেনো বাদ দেবো? ঐ যুগে কি ইহুদি, মুশরিকদের তৈরি করা পথ, রাস্তা বা কলাকৌশল মুসলিমরা ব্যবহার করেনি? নাকি ইহুদিদের ভালোমন্দ সব বয়কট করেছিলো?- জানতে চাই।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

মাহিরাহি বলেছেন: হে আল্লাহ আমাদের মুসলিম হিসাবে মৃত্যু দিও।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: আমিও তাদেরই দলে ;
বারবার মরে যায় যারা .

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: আসমানের মালিক আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.