![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤
আল্লাহ তাআ'লার বাণী....
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيم لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
"আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি এমন বোঝা চাপিয়ে দেন না।" (সুরাহ আল-বাক্বারাহ, আয়াত : ২৮৫)
قُلْ يٰعِبَادِىَ الَّذِينَ أَسْرَفُوا عَلٰىٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
● "(হে নবী!) আপনি বলুন, "হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।" (সুরাহ আয-যুমারঃ ৫৩)
● "একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়না।" (সুরাহ ইউসুফ, আয়াত : ৮৭)
● "নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।" (সুরাহ আল-ইনশিরাহ, আয়াত : ৬)
● "আল্লাহ কষ্টের পর স্বস্তি দান করবেন।" (সুরাহ ত্বলাক্ব, আয়াত : ৭)
● "...জেনে রাখো! আল্লাহর সাহায্য নিকটে।" (সুরাহ আল-বাক্বারাহ, আয়াত : ২১৪)
● "...হতাশ হয়োনা।" (সুরাহ আল-হিজর, আয়াত : ৫৫)
● "সুতরাং, তোমরা আমাকে স্বরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্বরণ রাখবো। আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার না-শোকরী করোনা।" (সুরাহ আল-বাক্বারাহ, আয়াত : ১৫২)
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
মুমিনরা খুব হিংসুক হয়!
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: তাহলে আমি কোনো দিনও মুমিন হতে পারবো না।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫
মেমননীয় বলেছেন: আপনার লেখায় কিছুটা খটকা লাগলোঃ
আপনি লিখেছেনঃ (হয়তো কপি পেস্ট)
"আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি এমন বোঝা চাপিয়ে দেন না।" (সুরাহ আল-বাক্বারাহ, আয়াত : ২৮৫)
আল্লাহ ২৮৫ নং আয়াতে বরেছেনঃ
আল-বাকারা
সূরা আল-বাকারা আয়াত ২৮৫
آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
আ-মানাররাছূলু বিমাউনঝিলা ইলাইহি মির রাব্বিহী ওয়াল মু’মিনূনা কুল্লুন আ-মানা বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুছুলিহী লা-নুফাররিকুবাইনা আহাদিম মির রুছুলিহী ওয়া কা-লূ ছামি‘না ওয়াআতা‘না গুফরা-নাকা রাব্বানা-ওয়া ইলাইকাল মাসীর।
রসূল বিশ্বাস রাখেন ঐ সমস্ত বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমুহের প্রতি এবং তাঁর পয়গম্বরগণের প্রতি। তারা বলে আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোন তারতম্য করিনা। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮
মাহিরাহি বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: মুমিনের একটা বৈশিষ্ঠ হলো সে কখনও যা শুনে তা যাচাই না করে বলে বেড়ায় না; কারণ যা শোনা হয়, তা যাচাই করে বলে বেড়ানোর মধ্যে মিথ্যাবাদিতায় পতিত হবার সম্ভাবনা থাকে; সাথে থাকে বড় গুনাহ এ পতিত হবার সম্ভাবনা।
হাফস ইবনু আসিম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়।
হাদিস এবং কোরআন, যেখান থেকেই যা কোট করবেন; যার কাছ থেকেই পান না কেন, একটাবার চেক করে দেখবেন।
২৮৬ এর জায়গায় ২৮৫ হয়েছে। আপনি যে পেজ থেকে নিয়েছেন (হয়ত ঐ পেজ আপনিই চালান) সেখানেও মন্তব্য করেছি। আশাকরি নম্বরটা পরিবর্তন করে দিবেন।
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১
আরোগ্য বলেছেন: আল্লাহ মহান।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: হেদায়েতের দো'আ চাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
হাবিব বলেছেন: আমরা অনেকেই পূর্ণাঙ্গ মু'মিন নই