নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৯, বই ০১

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪




#বইমেলা২০১৯
#বই০১

গতবছর সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার, ২০১৯, এর বইমেলায় নবীন লেখক-লেখিকাদের বই কিনবো।

উনাদের উৎসাহ দিবো বই কিনে।

মতামত দিবো বই পড়ে।

সেজন্য, গত কয়েকদিন ধরে খুঁজে খুঁজে প্রায় চল্লিশ (৪০) জন নবীন লেখক-লেখিকার সাথে যোগাযোগ করে, কথা বলে উনাদের বইয়ের প্রি-অর্ডার করেছি।

অনেকের বইয়ের প্রি অর্ডার এখনো আসে নি, তাই টাকা পরিশোধ করতে পারি নি, তবুও উনাদের নাম এখানে আছে।

এছাড়া, আমার 'বিশেষ পছন্দের শাখা #থ্রিলার' এবং ঐ শাখার নান্দনিক লেখক-লেখিকাদের বই বইমেলা থেকে কিনবো বলে প্রি অর্ডার করে নি, তবে নাম দিবো।

তো, সেই ধারাবাহিকতায়......

০১.

উনার বই দিয়ে শুরু হয় আমার প্রি অর্ডার, প্রথম যখন আমি উনার বইয়ের নাম দেখি, ভেবেছিলাম ভালোবাসার বই হবে।

নামটাও সে রকম ছিলো, "তাকে ভালোবাসে।"

কিন্তু হায়!

পরে তো দেখি 'হরর' জনরার বই!

যাই হোক, এরপর ভাবলাম, যিনি লিখেছেন উনি হয়তো অমানবিক, পাষন্ড!

কিন্তু, এবারও আমি ভুল।

উনি একজন লেখিকা, কোমল হৃদয়ের একজন বলিষ্ঠ শব্দ শিল্পী।

তখন ভাবলাম, হয়তো মনের ক্ষোভে অথবা সৌন্দর্যের অন্ধকারকে নিগূঢ় করতে হয়তো তিনি ভয়ংকর বই লিখে পুরুষ হৃদয়কে কাঁপাতে চাচ্ছেন, ভীত করতে চাচ্ছেন!

কিন্তু, কই?

নাহ, একদম তা নয়।

উনি অসাধারণ, ব্যক্তিত্বময়ী এবং বন্ধুত্ব পরায়ণ।

বইয়ের ব্যাপারে যদি বলতে হয়, তবে বলবো যে,

"পুরো বইটি তেরোটি (১৩) গল্পের সংকলনে, এখানে আছে যেমন প্রেত-শয়তানের সাধনা এবং তন্ত্র-মন্ত্র (আসলে ইই!!!!), সাথে আছে ফ্যান্টাসি, খানিকটা সাইকো'র স্বাদ (কি ভয়ংকর!), সায়েন্স ফিকশন আর সবশেষে ভালোবাসার ছোঁয়া (যাক, তুমি ভালো পাইলাম!)

অনেকে ভাববেন, হরব+ভালোবাসা? সম্ভব?

একদম, লেখিকা করে দেখিয়েছেন।

জনরাঃ থ্রিলার, হরর থ্রিলার।
মুদ্রণ মূল্যঃ ২০০ টাকা।
প্রি অর্ডারের তারিখঃ ৩১ জানুয়ারী, ২০১৯ পর্যন্ত।
প্রি অর্ডার মূল্যঃ ১২০ টাকা। (৪০% ছাড়ে)
বইমেলায় মূল্যঃ ১৫০ টাকা। (২৫% ছাড়ে)

কিভাবে প্রি অর্ডার করবেন?

আরে মিয়া-মিয়ী!!!

লেখিকাকে নক দেন, কিছুটা আড্ডা দেয় (আগে প্রি অর্ডার দিয়ে, এরপর আড্ডা দিন)।

বাকি কিছুর জন্য তো, লেখিকা নিজে উপস্থিত আছেন, নিজে ইই!

ওহ!! দুঃখিত, দুঃখিত!!

ভুলে গিয়েছিলাম!

বলছিলাম, 'নহলী' প্রকাশনী'র একদম শুরুর দিকে লেখিকা Neela Moni Goshwami এর কথা।

আমাদের হরর লেখিকা, এই বইয়ের লেখিকা।

আপনার বই আপনাকে পূর্ণ করুক, লেখিকা!!!

শুভকামনা, (ভালোবাসা তো বলতে পারছি না!) অভিনন্দন।

আর হ্যাঁ, অটোগ্রাফ ছাড়া বই আসলে কিন্তু বই পড়বো না।


বি.দ্রঃ

শেষের কথাটা যদিও বলা ঠিক না, কিন্তু আমি আবার কথা পেটে রাখতে পারি না!

লেখিকাকে প্রথম দর্শনে আমার যা মনে হয়েছিলো, সেটাকে লেখিকা নিজ ভাষায় 'বুড়ি' বলেছেন!!

যদিও এতে আমার হাত-পা নেই, মুখও নেই!!!!

নারীর বয়স জিজ্ঞেস করা পাপ, কিন্তু সর্বসম্মুখে আমি লেখিকাকে এই প্রশ্নের জবাব দিতে প্রশ্ন করলাম।

লেখিকা দিবেন কি এই প্রশ্নের উত্তর?

অপেক্ষকায় থাকুন, পাশে থাকুন......


#বইয়েরদুনিয়ায়স্বাগতম



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: লেখিকার ফেইসবুক আইডিঃ


https://www.facebook.com/neelamoni.goshwami

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ।

বই মেলায় স্বাগতম, নতুন লেখকদের দুনিয়ায় স্বাগতম।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২

রাফা বলেছেন: বাংলাদেশের বাইরে থেকে কিভাবে অর্ডার করবো ? যদি জানা থাকে তাহলে বলুন,মো.খা.সা.ফয়সল-ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: বাংলাদেশের বাইরে থেকে অর্ডার করতে হলে রকমারি রয়েছে।

এছাড়াও, আপনি ফেসবুক ব্যবহার করলে "নহলী'' এর পেইজে গিয়ে অর্ডার নিয়ে পারেন।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

মাহের ইসলাম বলেছেন: আসসালামু আলাইকুম,
আপনার পোস্ট গুলো দেখতে দেখতে এক্কেবারে এই পোষ্টে চলে এসেছি।
নবীন পাঠকদের প্রতি আপনার এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।
অনেক অনেক শ্রদ্ধা আর শুভ কামনা রইল।

আমিও একজন নবীন (হবু) লেখক। চেষ্টায় আছি, এই বই মেলাতে একটা বই বের করার।
এখনো কাজ শেষ হয়নি। তাই বইটা আপনাকে পাঠাতে পারছি না। কাজ শেষ হলে আপনাকে পাঠিয়ে দিতে চাই।

ভালো থাকবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১২

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: আলহামদুলিল্লাহ, বেশ ভালো।

লিখে যান, পড়ে যান।

ব্লগে সময় কম দেওয়া হয়, নতুন যেহেতু।

ফেসবুক আমি থাকি, ওখানে যোগাযোগ করতে পারেন।

ব্লগের আইডি যা, ফেসবুকের আইডিও তা।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ব্লগের প্রথম পৃষ্ঠায় আলোচনার দীর্ঘ ক্রমিক দেখে এখানে এলাম। প্রথমেই ঈর্ষা জানাই এখনার নতুন লেখকদের। আমি বুড়ো বয়সে ২০০৯, ২০১৪ (বইমেলা ২০১৫) আর ২০১৬ (বইমেলা ২০১৭) এই তিন বারে চারটি বই বের করেছিলাম। তখন আপনার মতো কারো দেখা পেলে উপকৃত হতাম।

এই বইয়ের নাম নিয়ে আপনি যে মন্তব্য করেছেন সেই রকম অবস্থা আমারো হয়েছিলো দুটি বই নিয়ে। হুমায়ূন আহমেদের 'তোমাদের জন্য ভালোবাসা' হচ্ছে সাইফাই। এটা খুব সম্ভব বাংলাদেশে রচিত প্রথম সাইফাই। আরেকটা বই শিল্পী মর্তুজা বসীরের (ইনি ড.মুহম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ পুত্র) বই 'আলট্রামেরিন' একখানা নিখাদ প্রেমের উপন্যাস।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: আপনারা অগ্রজ, আপনাদের পাশে পেলে আমরা দিন দিন সাহসী হয়ে উঠবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.