নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

ভোকাব ০২

২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০



#Vocab 2

4. Abrogate - (V) - (অ্যাব্রোগেইট) - বাতিল/বাদ দেওয়া, স্থগিত রাখা।

মনে রাখার উপায়ঃ

শব্দের শেষে 'gate' রয়েছে, আর 'গেইট' কে আমরা get-out বা বের করে দেওয়া/বাতিল করা হিসেবে ব্যবহার করি।

5. Adversity - (Adj) - (অ্যাডভার্সিটি) - দুর্দশা, দারিদ্র্য।

মনে রাখার উপায়ঃ

শব্দের শেষে versity আছে, আর আমরা জানি 'ভার্সিটি'- versity তে উঠলো সব 'দুর্দশা-দারিদ্র‍্য' শেষ হয়ে যাবে!

6. Amalgamate - (V) - (আম্যালগামেইট) - একত্র করা।

মনে রাখার উপায়ঃ

শব্দের মাঝে -gam অথবা শেষে - mate রয়েছে।

-gam (গাম) দিয়ে কোনো কিছু সংযুক্ত করা হয়, -mate বলতে আমরা class mate, batch mate বলে সংখ্যার সমষ্টি করি।


#পড়ুনজানুনশিখুনশেখান।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

আখ্যাত বলেছেন: উপকারী

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্, ব্লগে এসে পড়াশোনাও করা যাবে। :D


আপনি প্রতিদিন পাঁচটা করে শব্দ দিতে পারেন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: বাহ!!

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: বাহ!!

৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: শেষ পোস্টে সবগুলো একসাথে যুক্ত করে দিয়েন।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ।

শিখবেন, ইচ্ছে থাকলে শিখতে পারবেন।

আপনাদেকে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.