নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

ভোকাব ০৩

২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯





7. Abash - (V) - (আব্যাস) - (লজ্জ্বা দেওয়া)।

মনে রাখার উপায়ঃ

শব্দের শেষে -bash (বাঁশ) আছে, কাউকে যদি বাঁশ দেওয়া হয়, তখন লজ্জ্বায় চেহারা লুকিয়ে ফেলে।

তাই, A-bash মানে লজ্জ্বা দেওয়া।



8. Amnesty - (N)- (অ্যামনিষ্টি) - (ক্ষমা, ব্যাপক ক্ষমা)।

মনে রাখার উপায়ঃ

Amnesty International নামে একটা প্রতিষ্ঠান আছে, যার কাজ হলো দরজা দরজা ঘুরে আসামীদের ক্ষমা করানো!

এজন্য Amnesty মানে কি এটা সবাই জানে!



9. Abridge - (V) - (অ্যাব্রিজ) - (সংক্ষেপ করা)।

মনে রাখার উপায়ঃ

শব্দের শেষে -Bridge আছে, ব্রিজের কাজ হলো দূরত্ব কম করা, পথ 'সংক্ষিপ্ত করা'।

তাই, ব্রিজ পথকে A-bridge (সংক্ষিপ্ত করে)।


10. Acclimate - (V) - (অ্যাকলিমেইট) - (খাপ খাইয়ে নেওয়া)।

মনে রাখার উপায়ঃ

শব্দের শেষে -climate আছে, আর আমরা -climate বা জলবায়ুর সাথে 'খাপ খাইয়ে চলি'।

তাই, Acclimate অর্থ খাপ খাইয়ে চলা।



11. Abrasive - (Adj) - (আব্রেইসিভ) - (ঘষে তুলতে পারা)

মনে রাখার উপায়ঃ

শব্দের মাঝে -bras (ব্রাশ) আছে, আর ব্রাশ দিয়ে আমরা ঘষামাজা করি।

তাই, Abrasive অর্থ ঘষে তুলতে পারা।



12. Abominate - (V) - (অ্যবমিনেট) - (ঘৃণা করা, অপছন্দ করা)।

মনে রাখার উপায়ঃ

শব্দের মাঝে -bomi (বমি) আছে, আর বমি করাকে আমরা অনেকে পছন্দ করি, ঘৃণাভরে দেখি!

তাই, Abominate অর্থ ঘৃণা করা, অপছন্দ করা।


#পড়ুনজানুনশিখুনশেখান।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: শিখছি।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: চলুক.....

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ।

সাথে থাকুক, দো'আয় রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.