নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৯, বই ০৫

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১




#বইমেলা২০১৯
#বই০৫

০৫.

এই লেখিকা বড্ড অদ্ভুত!

অদ্ভুত মননে, অদ্ভুত সৃজনে।

অদ্ভুত তার দৃষ্টিনন্দন ক্ষমতা।

মেডিকেলের এতো মাথা খাওয়া বইগুলো পড়ার পরও বাঙলা সাহিত্য শরৎ-সমরেশ-বঙ্কিম পড়তে পারে!!

অসম্ভব?

হয়তো না।

খুব আদরে দিয়ে রাখা হয়েছে বইটির নাম 'মলাটবদ্ধ আবেগ,' অষ্টবঞ্জন শিল্পীর আঁকা ছবির সংকলন এটি।

একদম ঠিক, বইটি একক না। আট-আটজন শিল্পীর হাতের ছোঁয়া আছে এই বইতে।

লেখিকার হাত কেমন?

আমরা যে বয়সে কার্টুনের চ্যানেলের আঁটকে থাকতাম, ব্যাট নিয়ে রোদে পুড়তাম, ফুটবল নিয়ে বৃষ্টিকে মোহনীয় করতাম..... সেই বয়স থেকে লেখিকা লিখে চলছেন, আজও লিখছেন।

লেখিকার মজার কিছুর ঘটনার মাঝে আছে চুরি করে গল্প লেখা, ডায়েরিতে লেখা, মায়ের শাসনের চোখ ফাঁকি দিয়ে সাহিত্য রচনা করা।

মূলত, 'ফেইসবুক' প্ল্যাটফর্ম থেকে পরিচিত লাভ করেছেন লেখিকা, নিজেকে দ্বিত চরিত্রে মানিয়ে নিয়ে বেশ আরামে চলছেন তিনি।

সবচেয়ে বড় কথা হলো, লেখিকার বইয়ের সর্বপ্রথম প্রি অর্ডারকারী আমি (পরিবারের আত্নীয় স্বজন ব্যতিত)!

লেখিকা নবীন, এটি তার সংকলন গল্পের বই। হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে থেকে নিচে বসে থাকা এক ভিক্ষুককে দেখে লেখা হয় তার গল্পটি।

উনার শব্দগুচ্ছের প্রতি সম্মান দিয়ে আমি বলতে চাই, তিনি লেখালিখি ধারাবাহিক রাখলে খুব শীঘ্র ইই আমরা লেখিকা'র প্রথম মৌলিক উপন্যাস পেতে যাচ্ছি।

ময়মনসিংহ মেডিকেল কলেজে উদীয়মান ডাক্তার ম্যাম তি' থি এর জন্য অফুরন্ত শুভকামনা।

অপেক্ষায় করছি আপনার নতুন কিছুর জন্য।

বি.দ্রঃ

লেখিকা তি' থি, যদি সম্ভব হয় আপনার বইয়ের অন্যান্য লেখিকাদেরকে মেনশনে করে দিয়ে আমাদের সাথে পরিচয় করিয়ে দিন।

#বইয়েরদুনিয়ায়স্বাগতম

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পঅরে বইটি পড়ার আগ্রহ জাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.