![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤
#বইমেলা২০১৯
#বই০৭
০৭.
বেশ চমৎকার আর জম্পেশ এক মানুষ আজকের এই লেখক।
লেখকের প্রতিটি শব্দের খোরাক আছে নিজের শয়ন হৃদয় থেকে।
লেখালিখির জগতে এক বছর বয়সী হলেও অভিজ্ঞ, পরিপক্ক।
লেখকের সাথে প্রথম পরিচয় যেভাবে হয়েছে, অন্য দশজনের সাথেও ঠিক সেভাবে হয়েছে।
লেখক সৃজনশীল ঘরনার মানুষ, নিজে কর্মযাত্রায় আছেন #সাংবাদিক রূপে।
লেখকের প্রথম বই ছিলো "একটি গল্পের গল্প।"
এক শব্দে চমৎকার ছিলো, খুব পরিপক্ক হাতের শব্দ ছিলো সেখানে।
শুরুর কাহিনী যেভাবে একটি মৃত্যুর বর্ণনা দিয়ে ঘটনাকে এগিয়ে নিয়ে বইটাকে একটি পরিপূর্ণ রুপ দিয়েছেন।
এছাড়াও,
বইয়ের মাঝে 'ডিবি পুলিশের' যে হাব-ভাব আর চতুরতা কাজে লাগানো হয়েছে, তা দেশের পুলিশের মাঝে থাকলে (!!) দেশ উন্নতি করতো।
রঘু'র সেই চিরচেনা, আমাদের ভিতর ঘুরতে রাখা, চরিত্রকে সুন্দর করে বের করে এনে মিশিয়ে দিয়েছেন আমাদের সাথে।
শেষের রহস্য সমাধানের জন্য কিন্তু বইটা আপনাকে টেনে নিয়ে যাবে।
আর, সেটার ধারাবাহিকতা নিয়ে, লেখক এবারও নিয়ে এসেছেন 'গল্পের বাকী অংশ।"
প্রি অর্ডার করার সব ব্যবস্থা রয়েছে এখানে, একই সাথে রয়েছে লেখকের সাথে জম্পেশ আড্ডা সুযোগ, তবে সেটা বইমেলায়।
সর্বোপরি, লেখক কোনো সাধারণ ব্যক্তি নন।
ডিআরউ- গ্রামীণফোনের রিপোটিং অ্যাওয়ার্ড ২০১৪ এর শ্রেষ্ঠ অনুসন্ধানী রিপোর্টাসের জন্য 'সাগর-রুনি' স্মৃতিপদক পেয়ে নিজের পুরষ্কারের ঝুলিতে রেখেছেন।
লেখকের জন্য ভালোবাসা আর কৃতজ্ঞতা।
আপনার বই আমাকে, পাঠকদের প্রথমটার বই উচ্চ নিয়ে যাক। আপনি ছড়িয়ে যান পাঠকের হৃদয়ে।
#বইয়েরদুনিয়ায়স্বাগতম
২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪
বাকপ্রবাস বলেছেন: প্রচ্ছদ বলছে বইগুলো ভাল হবে।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ আপনাকে একখানা সুখবর দেবার জন্যে।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
রাজীব নুর বলেছেন: বইটির সাফল্য কামনা করছি।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
নজসু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বই দুটির বহুল প্রচার
ও ব্যবসায়িক সাফল্য কামনা করছি।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ আপনাদেরকে।
বই কিনুন, সন্তানদের বই উপহার দিন।
নিজের পরিবার, সন্তানকে "মানুষ" বানান।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮
কাওসার চৌধুরী বলেছেন:
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। এ পর্যন্ত সাতটি নতুন বই নিয়ে পোস্ট লিখেছেন। খুব ভাল লাগলো দেখে। আমি আপনার সবগুলোই বইয়ের উপরে লেখা পোস্ট একে একে পড়বো।
ভাল থাকবেন, ভাই। +++